বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং সেটি বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে। কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে।

Tense ৩ প্রকার ঃ
১।The present tense (বর্তমান কাল)
২।The past tense (অতীত কাল)
৩।The future tense (ভবিষ্যৎ কাল)
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়।
১) Indefinite (অনির্দিষ্ট)
২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)


Present Indefinite Tense

যেসব কারনে Present Indefinite Tense হয়,

১) চিরন্তন সত্য বা বিজ্ঞানসম্মত সত্য
--Man is mortal
--Man can not live alone
--Water freezes at 0° centigrade(পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে)

২) নৈতিক বা পর্যবেক্ষণজাত সত্য
--Honesty is the best policy
--Necessity knows no law ( প্রয়োজন আইন মানে না)

৩) অভ্যাসগত কাজ
--I read Quran everyday
--He takes class everyday
--He goes to bed at ten pm every day (সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় )

৪)নিকট ভবিষ্যতের কাজ বা ঘটনা
--Our school open next week
--I give you a book tomorrow

৫) এখনই যে কাজ ঘটেছে তা বুঝাতে
--It rains
--He sleeps

৬) অন্যের উক্তি উপস্থাপন করতে
--He said “ I kill you “

৭) ঐতিহাসিক ঘটনা

Structure:
Subject + Main Verb + Object.

নোট ঃ
১)Sometimes, often, usually, occasionally, every+time (hour, day, year etc.), now and then, always, seldom, daily, regularly শব্দ গুলো থাকলে present indefinite tense হবে ।
২)Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।

Present Continuous Tense

এই মুহূর্তে ঘটছে এমন কাজ বুঝাতে এবং ভবিষ্যতে ঘটবে এমন কাজ বুঝাতে Present continuous tense ব্যবহার হয় ।

Structure

Subject+ am/is/are+v-ing
== I+am+v-ing
==You/Plural noun/Plural pronoun+are+v-ing
==Singular noun/Singular pronoun+is+v-ing


Example

এই মুহূর্তে ঘটছে এমন কাজ বুঝাতে
--I am writing right now (আমি এখন লিখছি)
--He is playing cricket(সে ক্রিকেট খেলছে)
--You are watching the movie(আপনি চলচ্চিত্রটি দেখছেন)

ভবিষ্যতে ঘটবে এমন কাজ বুঝাতে
--We are leaving tomorrow morning(আমরা আগামীকাল সকালে চলে যাব)
--She is speaking at the conference this evening.(তিনি এই সন্ধ্যায় কনফারেন্সে কথা বলবেন)

Note
1.যে শব্দ গুলো থাকলে present continuous tense হবে: today, this morning, this evening, at this moment, now, continually, constantly, at present.

Present perfect tense

ঠিক এই মাত্র কাজটি শেষ হয়েছে , সময়ের উল্লেখ নেই বা নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনা প্রকাশ করতে , যে কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয় নি এরুপ ঘটনা প্রকাশ করতে Present perfect tense ব্যবহার হয়

Structure
Subject+have/has+verb(past participle)
==I/plural noun/plural pronoun+verb(past participle)
==You/singular noun/singular pronoun+verb(past participle)

ঠিক এই মাত্র কাজটি শেষ হয়েছে
He has just gone there

সময়ের উল্লেখ নেই বা নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনা প্রকাশ করতে
I have watched the movie but i have forgotten the most of part(আমি মুভিটি দেখেছি কিন্তু তার অধিকাংশ অংশই ভুলে গেছি)

যে কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয় নি
I have lived here for 17 years now (আমি এখানে এ প্রযন্ত ১৭ বছর ধরে বাস করছি)

Note

1.যে শব্দ গুলো থাকলে present perfect tense হবে: just, just now, recently, lately, already, so far, yet, ever.
2.As soon as,after,before,when ইত্যাদি দ্বারা শুরু হয়েছে এমন clause দ্বারা প্রকাশিত কোন future ঘটনাকে Present perfect tense প্রকাশ করা হয় ।
3. For , since এর ক্ষেত্রে present perfect tense ব্যবহার হয় ।
3.a) কোন নির্দিষ্ট সময় বুঝালে since আর কিছু সংখ্যক পরিমান সময় বুঝাতে for ব্যবহার হয় ।
--I have lived here for 17 years now (for+ period of time)
--I have lived here since January, 2000

More Example of present perfect tense

--I have eaten rice(আমি ভাত খেয়েছি)
-- I have read the book(আমি বইটি পড়েছি)
-- He has done it(সে এটি করেছে)
--They have made the garden(তারা বাগানটি তৈরী করেছে)
--He has completed the work(সে কাজটি সমাপ্ত করেছে )
--He has just played football(সে এইমাত্র ফুটবল খেলেছে)

More example of present continuous tense

-- I am playing (আমি খেলছি )
--He is writing ( সে লিখছে )
-- He is reading(তিনি পড়ছেন)
--They are playing(তারা খেলছে )
---They are playing better this year(এবছর তারা ভাল খেলছে )
--Now I am reading a book(আমি এখন একটি বই পড়ছি )
--He is working in the garden at this moment(সে এই মুহূর্তে বাগানে কাজ করছে)
--The weather is changing(আবহাওয়া পরিবর্তিত হচ্ছে )
Share:

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

Enough 

adj+enough

Rice enough =  যথেষ্ট ধনী 
Nice enough = যথেষ্ট সুন্দর 
strong enough = যথেষ্ট শক্তিশালী 
loudly enough = যথেষ্ট উচ্চস্বরে 


He can not buy a car because he is not enough rich = সে একটি গাড়ী কিনতে পারে না কারন সে যথেষ্ট ধনী নয় 
The flower is not bad, but it is not nice enough = ফুলটি খারাপ নয়, তবে এটি খুব বেশি সুন্দর নয় 
The thief was not strong enough to break the lock = চোরটি তালা ভাঙ্গার জন্যে যথেষ্ট শক্তিশালী ছিল না 






Share:

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

BE TO + VERB 
প্রয়োজনের কারনে বাধ্যতা বা দৈনন্দিন কর্তব্য প্রকাশ করতে ব্যবহারিত হয় 

I am to work here from 5 a.m till 5 p.m everyday= এখানে আমাকে প্রতিদিন সকাল ৫ টা থেকে বিকেল  ৫ টা প্রযন্ত কাজ করতে হয় 

It is to be done =এটা করা লাগবে বা করতে হবে

I am to go now = আমার এখন যাওয়া লাগে / আমার এখন যাওয়া লাগে যে ।

were ব্যবহার হবে শর্তমূলক অবাস্তব বাক্যে । বাক্যের tense অনুসারে এই were নির্ধারিত হয় না । নির্ধারিত হয় ঘটনার অবাস্তব দ্বারা । 

If i were a king, I would give you much wealth = আমি যদি রাজা হতাম, তাহলে আমি তোমাকে অনেক সম্পদ দিতাম ।   
এখানে , বক্তা রাজা নয় । রাজা হওয়া ও তার দ্বারা সম্ভব নয় । সে কারনে তাকে বলতে হচ্ছে যদি.........হতাম । এটি একটি কাল্পনিক অবাস্তব শর্ত । 

If i were a non-Muslim , I would be converted to Islam someday or other (কোন না কোন দিন )


Share:

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

As 
তুলনায় ব্যবহার হয় 
You are as tall as your father = তুমি তোমার পিতার মতো লম্বা
He is not as happy as his brother = সে তার ভাইয়ের মত অত সুখী নয়

As many........as 
সংখ্যা বা পরিমাণের নির্দিষ্টতা বোঝাতে ব্যবহার হয় । তুলনা বুঝাতে ব্যবহার হয় । 
I will give you as many apple as you want
তুমি যতগুলো আপেল চাও আমি তোমাকে ততগুলো আপেল দিবো

as many/much as এর আগে twice , half, three times , many times ইত্যাদি বসিয়ে নির্দিষ্ট অর্থে সংখ্যা বা পরিমাণের সাথে তুলনা করা যায় 

Half as much as ------অর্ধেক
Twice as many as ----দিগুণ

I needed 500 taka but i had only half as much in my pocket
আমার কাছে ৫০০ টাকার মতো দরকার ছিল কিন্তু আমার কাছে ছিল তার মাত্র অর্ধেক
I have 500 taka but i had only twice as much in my pocket
আমার কাছে ৫০০ টাকার মতো  আছে কিন্তু আমার দরকার তার দিগুণ




Share:

বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

 কোন verb এর কাজ কখন সংগঠিত হয় , হয়েছিল বা হবে তা নির্দেশ করার  জন্য  ঐ verb এঁর যে রূপ গুলো ব্যবহার হয় তাদেরকে Tense বলে 

ইংরেজিতে ৬ ধরনের Tense আছে ।
১) Present tense 
Present tense এ positive statement এর ক্ষেত্রে  তিন ধরনের বিবরণ পাওয়া যায় । 
প্রথমটা হল  Simple present 
দ্বিতীয়টা হল Progressive
তৃতীয়টা হল Emphatic

Simple present  :   We know , you say , He rides 
Progressive : I am rushing , You are moving , He is standing still
Emphatic : I do move , He does rides 
Question অথবা negative statement এঁর ক্ষেত্রে সাধারণত  Progressive এবং Emphatic এঁর গঠন ব্যবহার করা হয় 
Progressive : Are you coming ? She is not coming 
Emphatic : Does he swims ? They do not swim


২) Past tense 
    Past tense এ positive statement এর ক্ষেত্রে  তিন ধরনের বিবরণ পাওয়া যায় ।
প্রথমটা হল  Simple past
দ্বিতীয়টা হল Progressive
তৃতীয়টা হল Emphatic

Simple past : I took , You jumped, She sank 
Progressive : He was flying , We were laughing 
Emphatic : You did believe , They did prove 

Question অথবা negative statement এঁর ক্ষেত্রে সাধারণত  Progressive এবং Emphatic এঁর গঠন ব্যবহার করা হয় 


৩) Present perfect tense 
I have shown her the ring 
Have you been here long ?
He has filled the tub 


৪)Past perfect tense 
We had been in the new house for a week 
You had come to visit us
Had she set the table yet ?


৫) Future tense 

We will not leave 
You will be having dinner 


৬) Future perfect tense 

He shall have seen them before you do 
Will they have escaped 











Share: