বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

কিভাবে ইংরেজিতে মার্জিত ভাবে কথা বলতে হয়

বলা হয় ইংরেজি হল ভদ্র লোকের ভাষা । আর ভদ্র লোকের ভাষা হয় মার্জিত । তাই ইংরেজিতে মার্জিত ভাবে  কথা বলতে কিছু শব্দ গুচ্ছ (অর্থবোধক) আপনাকে সাহায্য করবে । সেই বিশেষ কিছু শব্দ গুচ্ছ(অর্থবোধক) নিয়েই আজকের আলোচনা ।

Asking for Person 
1. Do you mind if ...
Note :  যদি আপনি মনে করেন answer টি সম্ভবত হ্যা হবে তখন আপনি permission এর জন্য  Do you mind if ... ব্যবহার করতে পারেন ।
Example : Do you mind if I smoke ?
             
2.Would it be a problem.......
Example : Would it be a problem getting mom and dad in here ?

3.I was wondering if I could....
Note : মূলত এটা wonder এর ব্যবহার সম্পর্কিত । I was wondering বাক্যটি past continuous tense এ ব্যবহার করা হয়েছে । I was wondering দ্বারা মূলত এই অর্থ প্রকাশ করে যে আপনি  কথা বলার সময়ে আগে থেকে একটি বিষয়ে সম্পর্কে চিন্তা শুরু করেছেন ।
Example : I was wondering if I could help you.[এই বাক্য দ্বারা এটা প্রকাশ করে আপনি তার সাথে কথা বলার আগে থেকেই তাকে সাহায্য করার চিন্তা করেছেন ]

Not Understanding 
1. Sorry ?
2. Pardon me?
3.Excuse me ?
Disagreeing
1. I see what are you saying, but I think.......
2.You could be right , but don't forget that .....
3.Yes that's true, but I'm not sure that......
Turning Down an Invitation
1. I am afraid I can't
2.I'd love to but 
3.That sounds great but 
Making requests/ Asking for Something  .
1.Can  I/Could I
2.May I

অনুগ্রহ করে  যদি পোস্টটি পড়ে থাকেন তবে কমেন্ট ক্রুন । ভবিষ্যতে পোস্টটি আরও সংশোধন করা হবে ।

Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন