I am শব্দের সংক্ষিপ্ত রূপ হল I'm। I'm এর সাথে অন্য কোন ওয়ার্ড যোগ করা অর্থ হল আপনি নিজের সম্পর্কে কিছু বলছেন বা আপনি কিছু করছেন সেই সম্পর্কে বর্ণনা দেয়া।
I'm______________
1.happy 2. very happy 3.nervous 4.a little bit nervous 5.tired 6.feeling too much tired 7.good 8.very good 9.excited 10. extremely excited 11.exhausted 12.confused........ etc.
I'm in/at/on____________
I'm এর পর in তখনই ব্যবহার হয় যখন কোন স্থানে বা জায়গায় আপনি প্রকৃত ভাবে অবস্থান করছেন
1. I am in my room right now. 2. I am in a car.
3.I am in a meeting.
I'm এর পর at তখনই বসে যখন কাউকে আপনি বলছেন বর্তমানে আপনি কোথায় আছে
1.I am at the shopping mall.
2.I am at home.
3.I am the office .
in এবং at এর মধ্যে মূলত পার্থক্য হল প্রকৃত অবস্থান।
আমরা কিন্তু বলি ,
1.I am in the house আমরা বলি না"I am in home" কিন্তু I am at home বলে থাকি।
2.He is not at school today এটার মতই He is not in school today।
3.She is at work today কিন্তু কখনও বলি না She is in work today।
I'm এর পর on বসে তখনই যেখানে আপনি অপ্রকৃত ভাবে অবস্থান করছেন ।
1.I am on my way.2.I am on holiday.3.I am on vacation.
I am good at___________
good at বলতে বুঝায় আপনি যদি কোন কিছুতে দক্ষ হন তাহলে তাকে good at দ্বারা প্রকাশ করা যায়।
I am good at__________________
1.football 2.cricket 3. driving 4. writing 5. English 6. it.......etc.
I am getting___________
I am getting বলতে বুঝায়,
১)আপনি লাভ বা অর্জন করতে যাচ্ছেন, ২)আপনি কোন কিছু দ্বারা প্রভাবিত হচ্ছেন, ৩)আপনি একটি নির্দিষ্ট জিনিস খুঁজে বের করতে চাচ্ছেন, ৪) আপনার কোন কিছু পাওয়ার পরিকল্পনা আছে।
1. I am getting better. 2.I am getting tired. 3. I am getting hungry.
I am trying _______
I am trying দ্বারা আপনি জানাচ্ছেন যে আপনি শারীরিক, মানসিক বা আত্মিক শক্তি ব্যবহার করে কিছু অর্জন করার চেষ্টা করছেন। I am trying এর পর একটি ক্রিয়া যুক্ত করার অর্থ হল আপনি ঠিক কি করার চেষ্টা করছেন তার প্রতি ইঙ্গিত করা।1.I am trying to learn. 2.I am trying to get a job. 3.I am trying to not go there. 4.I am trying my best.
I am going to_________
I am going to এর মানে হলো আপনি এই মুহূর্তে কোন কিছু করার পরিকল্পনা করছেন বা নিকট ভবিষ্যতে পরিকল্পনা করবেন।
1.I am going to sleep.
2.I am going to school
3.I am going to eat something.I am working on__________
working on দ্বারা বুঝাচ্ছে কোন কিছু সফল ভাবে অর্জন করার জন্য ন একটি শারীরিক বা মানসিক প্রচেষ্টা।
1.I am working on it. 2.I am working on my computer. 3.I am working on a big project.
I am sorry to_______
sorry to দ্বারা বুঝাচ্ছে সহানুভূতি বা অনুশোচনা প্রকাশ ।
1.I am sorry to hear that. 2.I am sorry to bother you. 3.I am sorry to wast your time.I am sorry to
I am thinking of___________
I am thinking of দ্বারা বুঝাচ্ছে আপনি কাউকে জানতে চান যে আপনি ব্যক্তিগতভাবে তার ব্যপারে কি ভাবছেন।
1.I am thinking of going home.2.I am thinking of becoming a Muslim.3.I am thinking of getting a divorce.
Note:পোস্টটি পড়ে থাকলে অনুগ্রহ করে কমেন্ট করুন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন