বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন

বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন---
"১)তোমার সময় নষ্ট করা উচিত নয় ,
২) তুমি লেখা পড়া কর,
৩)বাবা অনেক কিছু করেছেন ।"
আচ্ছা বাক্য গুলো এই ভাবে বললে কেমন হত --
৪) একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় ।
৫)তুমি সুশিক্ষিত হওয়ার জন্য লেখা পড়া কর ।
৬) আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা অনেক কিছু করেছেন ।
এখানে , একজন শিক্ষিত মানুষ হয়ে , সুশিক্ষিত হওয়ার জন্য , আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এর ইংরেজি গুলো কিভাবে করবেন ?
যখন হওয়ার প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " being +__________"
Example :
একজন শিক্ষিত মানুষ হয়ে = being an educated man
একজন ভাল ছাত্র হয়ে = being a good student
অপমানিত হয়ে = being insulted
যখন হওয়ার জন্য প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " for being +__________"
Example :
সুশিক্ষিত হওয়ার জন্য= for being wel-educated
ধনি হওয়ার জন্য= for being rich
সাবধান হওয়ার জন্য = for being careful
যখন কারও হওয়ার জন্য প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " for (somenoe's) being +__________"
Example :
আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য = for our being establish
তার সন্তুষ্ট হওয়ার জন্য = for his being pleased
সুতরাং
৪) একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় = Being an educated man you should not waste your time .
৫)তুমি সুশিক্ষিত হওয়ার জন্য লেখা পড়া কর = (You) study for being well-educated .
৬) আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা অনেক কিছু করেছেন =Father did many things for our being establish .
Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন