শনিবার, ১৭ মার্চ, ২০১৮

Be able to , Should have + v3

Be able to = সামর্থ্য বুঝালে

I will able to play football = -আমি ফুটবল খেলতে পারব
Sakib will able to play next match = সাকিব পরবর্তী ম্যাচ খেলতে পারবে
He will able to do his work = সে তার কাজ করতে পারবে

Should have + v3 = অতীতে কোন কাজ করা উচিৎ ছিল বুঝালে

I should have gone there = আমার সেখানে যাওয়া উচিত ছিল
I should have played the cricket match আমার ক্রিকেট ম্যাচটি খেলা উচিৎ ছিল
I should have visited the zoo = আমার চিড়িয়া খানায় যাওয়া উচিৎ ছিল

Share:

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

As well as,As often as,Yet to,Having problem/trouble,

As well as = সেই সাথে



He is a good student as well as good boy = সে একজন ভালো ছাত্র সে সাথে ভালো ছেলেও
She has invited Sabbir as well as Sabrina - সে সাব্বির কে আমন্ত্রন জানিয়েছে সেই সাথে সাবরিনাকেও

She is beautiful as well as intelligent = মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও

As often as = যতবার ..................ততবার

I meet with Samia as often as i meet with Amir = আমি যতবার সামিয়ার সাথে দেখা করি ততবার আমীরের সাথে দেখা করি
I eat food as well as i drink water = আমি যতবার খাদ্য খাই ততবার পানি পান করি 

Yet to = এখনো কিছু করেনি

I yet to go there = আমি এখনো সেখানে যাইনি
I yet to eat food = আমি এখনো খাদ্য খাইনি
I yet to sleep = আমি এখনো ঘুমায় নি 
Having problem/trouble = সমস্যা হচ্ছে
I am having problem with my car =আমার গাড়ী নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with work = আমার কাজে সমস্যা হচ্ছে
I am having trouble with my study =  আমার পরাশুনা নিয়ে সমস্যা হচ্ছে 


 



Share:

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

laughing , Had better , Have no/has no

হাসা = laugh হাসতে হাসতে = laughing 
হাঁটা =walk   হাটতে হাটতে = walking
নাচা = dance  নাচতে নাচতে = dancing


He told the story laughing = সে হাসতে হাসতে গল্পটা বলল
She looked at me dancing = সে নাচতে নাচতে আমার দিকে তাকাল
He told this weeping = সে কাঁদতে কাঁদতে একথা বলল 
Had better = বরং

You had better go now = তুমি বরং এখন যাও
You had better stay today = তুমি বরং আজ থাক
We had better hire a car = আমরা বরং একটা গাড়ী ভাড়া করি । 
Have no/has no = নেই
I have no money =আমার কোন টাকা নেই
He has no friends = তার কোন বন্ধু নেই
I have no cycle = আমার কোন সাইকেল নেই 

Now it's your turn..........
 
Share:

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

Can not but , Let alone , Intend to

Can not but = না..................পারিনা

  • I can not but play cricket = আমি ক্রিকেট না খেলে পারি না 
  • I can not but go there = আমি সেখানে না যেয়ে পারি না 
  • I can not but  read the Quran = আমি কুরান না পড়ে পারি না 
Let alone = দুরের কথা

  • You are not be  able to do math homework let alone English homework = তুমি ইংলিশ হোমওয়ার্ক তো দূরের কথা ম্যাথ হোমওয়ার্কও করতে পারবে না । 
  • I can not drive cycle let alone a motorcycle = আমি তো মোটর সাইকেল তো দূরের কথা  সাইকেল ও চালাতে পারি না 
  • I don't have any friend let alone girl friend = আমার কোন বন্ধু নাই গার্ল ফ্রেন্ড তো দূরের কথা । 

Intend to = ইচ্ছা করা / মনস্থ করা


  • I intend to visit Nepal = আমার নেপালে বেড়ানোর ইচ্ছা আছে । 
  • I intend to be a computer engineer = আমার কম্পিউটার ইঞ্জজিনিয়ার হওয়ার ইচ্ছা আছে 
  • I intend to go there =আমার সেখানে যাবার ইচ্ছা আছে 






Share:

1.কিছু  কিছু verb অতীতের ঘটনা  রিপোর্ট করে । verb সমুহ হল said , thought , forgot,believed,knew,asked,reported,remembered, told .





I knew where you would go = আমি জানতাম তুমি কোথায় যাবে

I knew where you want = আমি জানতাম তুমি কোথায় যাও

I knew where you had gone = আমি জানতাম তুমি কোথায়
এখানে,
     Futere ------>> would
     Present------>>past
     Past ..........>>past perfect

2.Everyone , everything,no one,none, nothing,each,anything,whoever,whatever,neither,either,anyone ইত্যাদি singular subject হিসেবে ধরা হয়

Everyone is present = সবাই উপস্থিত
Does anyone come to see her ?= কেউ কি তাকে দেখতে আসে?
Each book was written with a pen = প্রতিটি বই কলম দিয়ে লেখা হয়েছে
Everything is going fine with the house = বাড়িতে সব কিছু ভালভাবে চলছে 




Share:

সোমবার, ১২ মার্চ, ২০১৮

Feel like , Let, Likely to

Feel like = ইচ্ছা করছে
I feel like sleeping = আমার ঘুমাতে ইচ্ছা করছে
I feel like walking = আমার খেতে ইচ্ছা করছে
I feel like singing = আমার গান গেতে ইচ্ছা করছে
Let = নিজেও করো অপরকেও করতে দাও

Play let play = নিজেও খেল অপরকে খেলতে দাও
Eat let eat = নিজেও খাও অপরকেও খেতে দাও
Walk let walk = নিজেও হাটো অপরকেও হাটতে দাও
Likely to  = সম্ভাবনা আছে

I am likely to go there = আমার সেখানে যাবার সম্ভাবনা আছে
I am likely to do homework = আমার বাড়ির কাজ করার সম্ভাবনা আছে
I am likely to drink a cup of tea = আমার এক কাপ চা পান করার সম্ভাবনা আছে 



Share:

কিছু prepositional phrase

কিছু prepositional phrase আছে যা ইংরেজিতে খুব কাজে লাগে

১)In a moment (মুহূর্তের মধ্যে)

 It is not possible to solve the problem in a moment ( মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব না )

২)By mistake (ভুল ক্রমে)

He did it by mistake(ভুল ক্রমে সে এটা করেছে)
He'd left her purse at home by mistake(তিনি ভুল করে বাড়িতে তার পার্স  ফেলে গেলেন)


৩)On the bus/boat/plane/ship/texi( বাসে /  নউকায়/প্লেনে/ ট্যাক্সিতে

I went to the house by bus (বাসে আমি বাড়িতে গিয়েছিলাম)

৪)On holiday(ছুটির দিনে)

I will see you on holiday(আমি তোমার সাথে ছুটির দিনে দেখা করব)
I will play cricket on holiday (আমি ছুটির দিনে ফুটবল খেলবো)

৫)For sell(বিক্রির জন্য)
The flat is on sell (ফ্লাটটি বিক্রির জন্য)
The car is on sell (গাড়ীটি বিক্রির জন্য)







Share:

A few : few । A little : little

A little : little

শুধু uncountable noun বা গণনা করা যায় না এমন Noun এর আগে a little এবং little ব্যবহার করা হয় । a little হল positive  এবং little হল negative

I know a little English = আমি অল্প অল্প ইংরেজি জানি
I know English just a little = আমি অল্প অল্প ইংরেজি জানি
I have a little money = আমার অল্প কিছু টাকা আছে

I know little English = আমি তেমন ইংরেজি জানি না
I know very little English = আমি তেমন ইংরেজি জানি না
I have little money = আমার তেমন টাকা পয়সা নেই




A few : few


শুধু countable noun বা গণনা করা যায় এমন Noun এর আগে a few এবং few ব্যবহার করা হয় । a few
 হল positive  এবং little হল negative

I have a few friends = আমার অল্প কয়েকজন বন্ধু আছে
I have a few shirts= আমার অল্প কয়টি শার্ট আছে
I have  few friends= আমার বন্ধু বান্ধব নেই
I have  few shirts= আমার তেমন শার্ট নেই



Share:

কিছু কিছু verb যার শেষে ed যুক্ত করে adjective তৈরি করা হয় । এক্ষেত্রে ব্যক্তি তার অনুভব প্রকাশ করে ।

She felt bored in the cinema hall (সে সিনেমা হলে বিরক্তবোধ করেছিল)
I am much interested in drama(আমি নাটকে দারুন আগ্রহী)
After office he was very tiredঅফিসের পরে সে খুব ক্লান্ত ছিলো
we are confused at this statement(আমরা এই বিবৃতিতে বিভ্রান্ত হয়েছিলাম) 
We were watching the cricket match.We were so excited(আমরা ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। আমরা খুব উত্তেজিত ছিলাম)
He felt relaxed  a little when he drank cold water(ঠাণ্ডা পানি খেয়ে সে খানিকটা শান্ত হল)

Share:

Do you prefer + ......?

Do you prefer + ?

  Prefer শব্দটি ব্যবহার করা হয় "অধিকতর পছন্দ করা হয়" এমন বুঝাতে ।

  1. Do you prefer + infinitive(to) ?
  2. Do you prefer+  gerund(ing)?
  3. Do you prefer+  noun?

Do you prefer+  noun?
 কেউ ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে তা জানতে এই ভাবে প্রশ্ন করতে পারেন    
                                       Do you prefer a boy or a girl ?
তেমনি বিড়াল না্  কুকুর Do you prefer a cat or a dog?
কোক না পেপসি Do you prefer coke or  pepsi?
ডেক্সটপ না ল্যাপটপ Do you prefer desktop or laptop?

আপনি যদি কোকের থেকে পেপসি বেশি পছন্দ করেন তাহলে এভাবে উত্তর দিতে পারেন
                           I prefer pepsi to coke.
অন্য প্রশ্ন গুলোর একই ভাবে দেয়া যায় ।


Do you prefer + gerund(ing)?

Do you prefer drinking or smoking?
Do you prefer eating out?
Do you prefer starting or finishing?

Do you prefer+ infinitive(to)?

Do you prefer to be a leader or a flower?
D you prefer to love or be loved?
Do you prefer to eat out or at home?
Do you prefer to live in a big city?


আপনি যদি কোকের থেকে পেপসি বেশি পছন্দ করেন তাহলে এভাবে উত্তর দিতে পারেন
                           I prefer pepsi to coke.

অন্য প্রশ্ন গুলোর উত্তর একই ভাবে দেয়া যায় ।





Share:

                                                                     কারো সামর্থ্যের ব্যপারে কিছু বলতে চাইলে  আমরা Brilliant at , Good at , Bad at ব্যবহার করতে পারি ।

Brilliant at(তুখোড়) = He is brilliant at extempore speech. সে উপস্থিত বক্তৃতায় তুখোড়
Good at(ভাল) = He is good at mathematics.সে অংকে ভাল
Bad at(কাঁচা)=He is bad at mathematics. সে অংকে কাঁচা

সাস্থের ভাল মন্দের ব্যপারে কথা বলতে চাইলে আমরা Good for, Bad for ব্যবহার করতে পারি ।
Good for = Fruits are good for health  ফল সাস্থের জন্য ভাল
Bad for = Sleeplessness is bad for health.অনিদ্রা সাস্থের জন্য ক্ষতিকর


Share:

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

will এবং going to এর ব্যবহার

ইংরেজিতে ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে সাধারণত will এবং going to ব্যবহার করা হয় । 

going to ব্যবহার করা হয়  plans(পরিকল্পনা) and arrangements(ব্যবস্থা) এর ক্ষেত্রে । 



On my next vacation, I’m going to stay in a nice hotel in Paris.(আমার পরবর্তী ছুটিতে, আমি প্যারিসের একটি চমৎকার হোটেলে থাকব) বাক্যটা এভাবেও লেখা যেত On my next vacation, I’m staying at a nice hotel in Paris.

She’s going to look for a new job( সে একটি নতুন চাকরীর সন্ধান করতে যাচ্ছে)

Rahim is going to meet me at 8 am at the airport.(রহিম 8 টায় বিমানবন্দরে আমার সাথে দেখা করতে যাচ্ছে।) বাক্যটা এভাবেও লেখা যেত Rahim’s meeting me at the airport at 8:00.

We’re going to get married next July(আমরা আগামী জুলাইয়ে বিয়ে করতে যাচ্ছি) 
বাক্যটা এভাবেও লেখা যেতWe’re getting married next July.

They’re going to visit suborna next week(তারা আগামী সপ্তাহে সুবর্ণাকে দেখার জন্য যাচ্ছে)

promise এর ক্ষেত্রে  will ব্যবহার  করা হয়। 

I‘ll send you an e-mail.(আমি আপনাকে একটি ই-মেইল পাঠাবো।)
I won’t tell anyone your secret.(আমি আপনার secret কাউকে বলব না)
We won’t forget your birthday.(আমরা আপনার জন্মদিন ভুলবো না )

offer এর ক্ষেত্রে will  ব্যবহার করা হয়।  

I‘ll buy you a drink.
 My secretary will help you with the paperwork.(আমার secretary আপনাকে কাগজপত্র দিয়ে সাহায্য করবে।)

কোন মুহূর্তের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে will ব্যবহার করা হয় 


“Would you like potatoes or rice?”( ভাত নিবেন  না আলু খাবেন ?)
“I‘ll have the rice.”(আমি ভ্যাট নিবো )
”Which shirt do you like?”( কোন শার্টটি ভালো লেগেছে আপনার ?)  
“Well, the red one is cheaper, but I prefer the color blue. I‘ll take the blue one ("ওয়েল, লালটা  সস্তা, কিন্তু আমি রং নীল পছন্দ করি। আমি নীলটা নিব )







Share:

বুধবার, ৭ মার্চ, ২০১৮

ইংরেজিতে অনুবাদ করতে হয় যেভাবে

আমার ছোট ভাই বাজার থেকে ১০ টাকা দিয়ে চমৎকার হালকা খেলনা কিনেছিল । এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে
১ম ধাপ ঃ বাক্যটিতে subject হল 'ভাই'--brother। verb হল 'কিনেছিল'--brought। object হল ' একটি খেলনা'--a toy । ** verb এর কাছে " কি বা কাকে " দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা object **
২য় ধাপ ঃউপাদান ৩ টি কে sub+verb+object অনুসারে সাজালে Brother brought a toy
৩য় ধাপঃ** যে ওয়ার্ড অন্য কোন ওয়ার্ড এর অর্থকে আরও সিমাবদ্ধ করে দেয় সেটা হল modifier**
subject কে modify করতে আরও দুটি শব্দ my এবং younger(ছোট) । এই দুটি ওয়ার্ড brother এর আগে বসালে my younger brother brought a toy.
খেলনা(toy) কে modify করেছে আরও দুটি শব্দ যথাক্রমে চমৎকার (fine) এবং হালকা(light) ।এই দুটি ওয়ার্ড toy এর আগে বসালে my younger brother brought a fine light toy
এবার '১০ টাকা দিয়ে'--for ten taka । এটি কে toy এর পরে বসালে পাওয়া যায় my younger brother brought a toy for ten taka
এরপর ' বাজার থেকে ' --from the market । সুতরাং সম্পূর্ণ বাক্যটি হল My younger brother brought a toy for ten taka from the market.


Share:

রবিবার, ৪ মার্চ, ২০১৮

Short grammar 01

Be verb.....................
Subject + am/is/are+ noun

I am a boy ( আমি একজন বালক)
He is a doctor(সে একজন ডাক্তার)
They are players(তারা খেলোয়াড়)
Masud is a fisheman(মাসুদ একজন জেলে)
Mr.karim is a lawyer(জনাব করিম একজন উকিল)

Articles ........

আমরা জানি যে কোন ওয়ার্ড এর  প্রথমে a , e , i , o , u থাকে তবে an বসে । সহজ নিয়ম হলো , ওয়ার্ড এর বানান যাই হোক , তার প্রথমে যদি  অ, আ, ই , ঈ , উ , ঊ , অ্যা , এ , উচ্চারন থাকে এবং ওয়ার্ড টি যদি এমন কিছুর নাম হয় যা গোনা যায় , তাহলে তার আগে an বসে ।  আর কোন ওয়ার্ড উচ্চারণ করার সময় ইউ (u,eu), ওয়া( 0), consonants থাকলে a বসে ।

1)This is an ant.
2)I have an umbrella.
3)They have a white cow
4) Mr. Khan is an honest man.(অনেসট h এর মত উচ্চারিত নয়)
5) This is an end of the rope

কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝালে তার আগে the বসে । নির্দিষ্ট করে না বুঝালে এবং তা গণনাযোগ্য হলে,  তার আগে a/an বসে । এবং গণনাযোগ্য না হলে তার আগে কিছুই বসে না । যে জিনিস unique বা অনন্য  অর্থাৎ তার কোন বিকল্প নেই , তার আগে the ব্যবহার হয় । সাগর , নদী , পৃথিবী , চাঁদ , তাজমহল ইত্যাদি এই জিনিস ।

Have/Has/Had.............Have no + noun(বস্তুর নাম)
  • একজনের ক্ষেত্রে ----------has
  • অনেকের ক্ষেত্রে------------have
  • I,you এর সাথে---------------have



have = আছে
had = ছিল
have no = নেই (+ noun)
had no = ছিল না (+ noun)
have not + verb এর past participle = করে নি
had not + verb এর past participle = করেছিল না 
I have a pen ( আমার একটা কলম আছে )
I had a pen ( আমার একটা কলম ছিল )
I have no pen ( আমার কোন কলম নেই )





Share: