মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

Can not but , Let alone , Intend to

Can not but = না..................পারিনা

  • I can not but play cricket = আমি ক্রিকেট না খেলে পারি না 
  • I can not but go there = আমি সেখানে না যেয়ে পারি না 
  • I can not but  read the Quran = আমি কুরান না পড়ে পারি না 
Let alone = দুরের কথা

  • You are not be  able to do math homework let alone English homework = তুমি ইংলিশ হোমওয়ার্ক তো দূরের কথা ম্যাথ হোমওয়ার্কও করতে পারবে না । 
  • I can not drive cycle let alone a motorcycle = আমি তো মোটর সাইকেল তো দূরের কথা  সাইকেল ও চালাতে পারি না 
  • I don't have any friend let alone girl friend = আমার কোন বন্ধু নাই গার্ল ফ্রেন্ড তো দূরের কথা । 

Intend to = ইচ্ছা করা / মনস্থ করা


  • I intend to visit Nepal = আমার নেপালে বেড়ানোর ইচ্ছা আছে । 
  • I intend to be a computer engineer = আমার কম্পিউটার ইঞ্জজিনিয়ার হওয়ার ইচ্ছা আছে 
  • I intend to go there =আমার সেখানে যাবার ইচ্ছা আছে 






Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন