সোমবার, ১২ মার্চ, ২০১৮

কিছু কিছু verb যার শেষে ed যুক্ত করে adjective তৈরি করা হয় । এক্ষেত্রে ব্যক্তি তার অনুভব প্রকাশ করে ।

She felt bored in the cinema hall (সে সিনেমা হলে বিরক্তবোধ করেছিল)
I am much interested in drama(আমি নাটকে দারুন আগ্রহী)
After office he was very tiredঅফিসের পরে সে খুব ক্লান্ত ছিলো
we are confused at this statement(আমরা এই বিবৃতিতে বিভ্রান্ত হয়েছিলাম) 
We were watching the cricket match.We were so excited(আমরা ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। আমরা খুব উত্তেজিত ছিলাম)
He felt relaxed  a little when he drank cold water(ঠাণ্ডা পানি খেয়ে সে খানিকটা শান্ত হল)

Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন