রবিবার, ৪ মার্চ, ২০১৮

Short grammar 01

Be verb.....................
Subject + am/is/are+ noun

I am a boy ( আমি একজন বালক)
He is a doctor(সে একজন ডাক্তার)
They are players(তারা খেলোয়াড়)
Masud is a fisheman(মাসুদ একজন জেলে)
Mr.karim is a lawyer(জনাব করিম একজন উকিল)

Articles ........

আমরা জানি যে কোন ওয়ার্ড এর  প্রথমে a , e , i , o , u থাকে তবে an বসে । সহজ নিয়ম হলো , ওয়ার্ড এর বানান যাই হোক , তার প্রথমে যদি  অ, আ, ই , ঈ , উ , ঊ , অ্যা , এ , উচ্চারন থাকে এবং ওয়ার্ড টি যদি এমন কিছুর নাম হয় যা গোনা যায় , তাহলে তার আগে an বসে ।  আর কোন ওয়ার্ড উচ্চারণ করার সময় ইউ (u,eu), ওয়া( 0), consonants থাকলে a বসে ।

1)This is an ant.
2)I have an umbrella.
3)They have a white cow
4) Mr. Khan is an honest man.(অনেসট h এর মত উচ্চারিত নয়)
5) This is an end of the rope

কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝালে তার আগে the বসে । নির্দিষ্ট করে না বুঝালে এবং তা গণনাযোগ্য হলে,  তার আগে a/an বসে । এবং গণনাযোগ্য না হলে তার আগে কিছুই বসে না । যে জিনিস unique বা অনন্য  অর্থাৎ তার কোন বিকল্প নেই , তার আগে the ব্যবহার হয় । সাগর , নদী , পৃথিবী , চাঁদ , তাজমহল ইত্যাদি এই জিনিস ।

Have/Has/Had.............Have no + noun(বস্তুর নাম)
  • একজনের ক্ষেত্রে ----------has
  • অনেকের ক্ষেত্রে------------have
  • I,you এর সাথে---------------have



have = আছে
had = ছিল
have no = নেই (+ noun)
had no = ছিল না (+ noun)
have not + verb এর past participle = করে নি
had not + verb এর past participle = করেছিল না 
I have a pen ( আমার একটা কলম আছে )
I had a pen ( আমার একটা কলম ছিল )
I have no pen ( আমার কোন কলম নেই )





Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন