Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং সেটি বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে। কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে।
Tense ৩ প্রকার ঃ
১।The present tense (বর্তমান কাল)
২।The past tense (অতীত কাল)
৩।The future tense (ভবিষ্যৎ কাল)
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়।
১) Indefinite (অনির্দিষ্ট)
২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)
৪) Perfect continuous...
বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
Enough
adj+enough
Rice enough = যথেষ্ট ধনী
Nice enough = যথেষ্ট সুন্দর
strong enough = যথেষ্ট শক্তিশালী
loudly enough = যথেষ্ট উচ্চস্বরে
He can not buy a car because he is not enough rich = সে একটি গাড়ী কিনতে পারে না কারন সে যথেষ্ট ধনী নয়
The flower is not bad, but it is not nice enough = ফুলটি খারাপ নয়, তবে এটি খুব বেশি সুন্দর নয়
The thief was...
শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
BE TO + VERB
প্রয়োজনের কারনে বাধ্যতা বা দৈনন্দিন কর্তব্য প্রকাশ করতে ব্যবহারিত হয়
I am to work here from 5 a.m till 5 p.m everyday= এখানে আমাকে প্রতিদিন সকাল ৫ টা থেকে বিকেল ৫ টা প্রযন্ত কাজ করতে হয়
It is to be done =এটা করা লাগবে বা করতে হবে
I am to go now = আমার এখন যাওয়া লাগে / আমার এখন যাওয়া লাগে যে ।
were ব্যবহার হবে শর্তমূলক অবাস্তব বাক্যে । বাক্যের tense...
বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
As
তুলনায় ব্যবহার হয়
You are as tall as your father = তুমি তোমার পিতার মতো লম্বা
He is not as happy as his brother = সে তার ভাইয়ের মত অত সুখী নয়
As many........as
সংখ্যা বা পরিমাণের নির্দিষ্টতা বোঝাতে ব্যবহার হয় । তুলনা বুঝাতে ব্যবহার হয় ।
I will give you as many apple as you want
তুমি যতগুলো আপেল চাও আমি তোমাকে ততগুলো আপেল দিবো
as many/much as এর আগে twice , half, three...
বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
কোন verb এর কাজ কখন সংগঠিত হয় , হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ঐ verb এঁর যে রূপ গুলো ব্যবহার হয় তাদেরকে Tense বলে
ইংরেজিতে ৬ ধরনের Tense আছে ।
১) Present tense
Present tense এ positive statement এর ক্ষেত্রে তিন ধরনের বিবরণ পাওয়া যায় ।
প্রথমটা হল Simple present
দ্বিতীয়টা হল Progressive
তৃতীয়টা হল Emphatic
Simple present : ...
শনিবার, ১৭ মার্চ, ২০১৮
Be able to , Should have + v3
Be able to = সামর্থ্য বুঝালে
I will able to play football = -আমি ফুটবল খেলতে পারব
Sakib will able to play next match = সাকিব পরবর্তী ম্যাচ খেলতে পারবে
He will able to do his work = সে তার কাজ করতে পারবে
Should have + v3 = অতীতে কোন কাজ করা উচিৎ ছিল বুঝালে
I should have gone there = আমার সেখানে যাওয়া উচিত ছিল
I should have played the cricket match আমার ক্রিকেট ম্যাচটি খেলা উচিৎ ছিল
I should...
বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
As well as,As often as,Yet to,Having problem/trouble,
As well as = সেই সাথে
He is a good student as well as good boy = সে একজন ভালো ছাত্র সে সাথে ভালো ছেলেওShe has invited Sabbir as well as Sabrina - সে সাব্বির কে আমন্ত্রন জানিয়েছে সেই সাথে সাবরিনাকেও
She is beautiful as well as intelligent = মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও
As often as = যতবার ..................ততবার
I meet with Samia as often as i meet with Amir = আমি যতবার সামিয়ার সাথে দেখা...
বুধবার, ১৪ মার্চ, ২০১৮
laughing , Had better , Have no/has no
হাসা = laugh হাসতে হাসতে = laughing
হাঁটা =walk হাটতে হাটতে = walking
নাচা = dance নাচতে নাচতে = dancing
He told the story laughing = সে হাসতে হাসতে গল্পটা বললShe looked at me dancing = সে নাচতে নাচতে আমার দিকে তাকালHe told this weeping = সে কাঁদতে কাঁদতে একথা বলল
Had better = বরং
You had better go now = তুমি বরং এখন যাওYou had better stay today = তুমি বরং আজ থাকWe...
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
Can not but , Let alone , Intend to
Can not but = না..................পারিনা
I can not but play cricket = আমি ক্রিকেট না খেলে পারি না
I can not but go there = আমি সেখানে না যেয়ে পারি না
I can not but read the Quran = আমি কুরান না পড়ে পারি না
Let alone = দুরের কথা
You are not be able to do math homework let alone English homework = তুমি ইংলিশ হোমওয়ার্ক তো দূরের কথা ম্যাথ হোমওয়ার্কও করতে পারবে...
1.কিছু কিছু verb অতীতের ঘটনা রিপোর্ট করে । verb সমুহ হল said , thought , forgot,believed,knew,asked,reported,remembered, told .
I knew where you would go = আমি জানতাম তুমি কোথায় যাবেI knew where you want = আমি জানতাম তুমি কোথায় যাওI knew where you had gone = আমি জানতাম তুমি কোথায়
এখানে,
Futere ------>> would
Present------>>past
...
সোমবার, ১২ মার্চ, ২০১৮
Feel like , Let, Likely to
Feel like = ইচ্ছা করছে
I feel like sleeping = আমার ঘুমাতে ইচ্ছা করছেI feel like walking = আমার খেতে ইচ্ছা করছেI feel like singing = আমার গান গেতে ইচ্ছা করছে
Let = নিজেও করো অপরকেও করতে দাও
Play let play = নিজেও খেল অপরকে খেলতে দাওEat let eat = নিজেও খাও অপরকেও খেতে দাওWalk let walk = নিজেও হাটো অপরকেও হাটতে দাও
Likely to = সম্ভাবনা আছে
I am likely to go there = আমার সেখানে যাবার সম্ভাবনা...
কিছু prepositional phrase
কিছু prepositional phrase আছে যা ইংরেজিতে খুব কাজে লাগে
১)In a moment (মুহূর্তের মধ্যে)
It is not possible to solve the problem in a moment ( মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব না )
২)By mistake (ভুল ক্রমে)
He did it by mistake(ভুল ক্রমে সে এটা করেছে)
He'd left her purse at home by mistake(তিনি ভুল করে বাড়িতে তার পার্স ফেলে গেলেন)
৩)On the bus/boat/plane/ship/texi(...
A few : few । A little : little
A little : little
শুধু uncountable noun বা গণনা করা যায় না এমন Noun এর আগে a little এবং little ব্যবহার করা হয় । a little হল positive এবং little হল negative
I know a little English = আমি অল্প অল্প ইংরেজি জানি
I know English just a little = আমি অল্প অল্প ইংরেজি জানি
I have a little money = আমার অল্প কিছু টাকা আছে
I know little English = আমি তেমন ইংরেজি জানি না
I know very little English =...
কিছু কিছু verb যার শেষে ed যুক্ত করে adjective তৈরি করা হয় । এক্ষেত্রে ব্যক্তি তার অনুভব প্রকাশ করে ।
She felt bored in the cinema hall (সে সিনেমা হলে বিরক্তবোধ করেছিল)
I am much interested in drama(আমি নাটকে দারুন আগ্রহী)
After office he was very tiredঅফিসের পরে সে খুব ক্লান্ত ছিলো
we are confused at this statement(আমরা এই বিবৃতিতে বিভ্রান্ত হয়েছিলাম)
We were watching the cricket match.We...
Do you prefer + ......?
Do you prefer + ?
Prefer শব্দটি ব্যবহার করা হয় "অধিকতর পছন্দ করা হয়" এমন বুঝাতে ।
Do you prefer + infinitive(to) ?
Do you prefer+ gerund(ing)?
Do you prefer+ noun?
Do you prefer+ noun?
কেউ ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে তা জানতে এই ভাবে প্রশ্ন করতে পারেন
...
শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
will এবং going to এর ব্যবহার
ইংরেজিতে ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে সাধারণত will এবং going to ব্যবহার করা হয় ।
going to ব্যবহার করা হয় plans(পরিকল্পনা) and arrangements(ব্যবস্থা) এর ক্ষেত্রে ।
On my next vacation, I’m going to stay in a nice hotel in Paris.(আমার পরবর্তী ছুটিতে, আমি প্যারিসের একটি চমৎকার হোটেলে থাকব) বাক্যটা এভাবেও লেখা যেত On my next vacation, I’m staying at a nice hotel in Paris.She’s going...
বুধবার, ৭ মার্চ, ২০১৮
ইংরেজিতে অনুবাদ করতে হয় যেভাবে
আমার ছোট ভাই বাজার থেকে ১০ টাকা দিয়ে চমৎকার হালকা খেলনা কিনেছিল । এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে
১ম ধাপ ঃ বাক্যটিতে subject হল 'ভাই'--brother। verb হল 'কিনেছিল'--brought। object হল ' একটি খেলনা'--a toy । ** verb এর কাছে " কি বা কাকে " দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা object **
২য় ধাপ ঃউপাদান ৩ টি কে sub+verb+object অনুসারে সাজালে Brother brought a toy
৩য় ধাপঃ** যে...
রবিবার, ৪ মার্চ, ২০১৮
Short grammar 01
Be verb.....................
Subject + am/is/are+ noun
I am a boy ( আমি একজন বালক)
He is a doctor(সে একজন ডাক্তার)
They are players(তারা খেলোয়াড়)
Masud is a fisheman(মাসুদ একজন জেলে)
Mr.karim is a lawyer(জনাব করিম একজন উকিল)
Articles ........
আমরা জানি যে কোন ওয়ার্ড এর প্রথমে a , e , i , o , u থাকে তবে an বসে । সহজ নিয়ম হলো , ওয়ার্ড এর বানান যাই হোক , তার প্রথমে যদি অ, আ, ই...
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
Would rather ( বরং .........) get + something
Would rather ( বরং .........)
বর্তমান অথবা ভবিষ্যতের জন্য অধিক গুরুত্ব বা জোর দেয়ার জন্য ব্যবহার করা হয় ।
S+would rather+verb+others.
১)I would rather leave now
= আমি বরং এখন চলে যাই ।
২)I would rather buy a shirt than a pant at Eid
= ঈদে আমি প্যান্টের চেয়ে বরং সার্টই কিনব
৩) I would rather stay with you.
=আমি বরং তোমার সাথে থাকব
Get : ----->> কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া
...
শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
Asking for information | Introductions
Improve your English
Introductions
1.I just wanted to introduce myself. I am .......[ আপনার নাম ]
2.I don't think we met before. I am ......[আপনার নাম ]
3.This is .....
4.I'd like you to meet ......
5.Have you met ......?
6.I'd like you to introduce to ...........
7.Nice to meet you.
8.It's a pleasure to meet you.
9.Likewise.
10.And you.
সাধারণত ১ ও ২ নং নিজেকে introduce করার জন্য ব্যবহার...
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
কিছু ব্যাখা
Extraordinaire
Extraordinaire ফরাসি থেকে ধার করা একটি শব্দ । যার উচ্চারন হবে ek stra or d-NAYRE ।এটি পূর্ববর্তী শব্দের অর্থকে অতিরঞ্জিত করতে ব্যবহার করা হয় ।
What do you do ?
সাধারনত কারো পেশা কি তা জানতে What do you do ? দ্বারা প্রশ্ন করা হয় । উত্তর দেয়ার সময়ে আপনি যে পেশার সাথে জড়িত তার শিরোনাম উল্লেখ করতে হয় । যদি আমি জিজ্ঞেশ করি What do you do ? যদি আপনি বাঙ্কে চাকরি করেন তবে বলতে পারেন...
Reading Skills
Reading Skills
আজ আসলে Reading Skills নিয়ে কথা বলব । মুলত এটাকে আপনি ২ তা ভাগে ভাগ করতে পারেন । ১ম ভাগ হল আপনি যদি ক্লাস টেস্টে ভাল করতে চান বা যে কোন টেস্টে ভাল করতে চান । ২য় ভাগ হল আপনি যদি আপনার পড়ার skill কে improve করতে চান ।আপনি যদি ক্লাস টেস্টে ভাল করতে চান বা যে কোন টেস্টে ভাল করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে• ১) যখন কোন passage পড়বেন তখন পড়বেন তখন নিজেকে W-৬ দ্বারা...
Improving your conversation |part two
Improving your conversation |part two
Am,is,are,do etc
যখন আপনাকে কোন প্রশ্ন করা হবে এবং তার answer যদি yes or no হয় তবে to be verb সাহায্যে answer দেয়া যাবে । মনে রাখবেন আপনার answer যদি yes হয় তবে verb টিকে অন্যান্য word থেকে একটু জোরে উচ্চারণ করতে হবে
Are you happy ? Answer : Yes, I am
Are we winning the match ? Answer : Yes, we are
Do you like to eat ? Answer : Yes, I do
আর যদি আপনার...
বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন
বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন---
"১)তোমার সময় নষ্ট করা উচিত নয় ,২) তুমি লেখা পড়া কর,৩)বাবা অনেক কিছু করেছেন ।"
আচ্ছা বাক্য গুলো এই ভাবে বললে কেমন হত --৪) একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় ।৫)তুমি সুশিক্ষিত হওয়ার জন্য লেখা পড়া কর ।৬) আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা অনেক কিছু করেছেন ।
এখানে , একজন শিক্ষিত মানুষ হয়ে , সুশিক্ষিত হওয়ার জন্য , আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এর...
More Examples About Infinitives
তোমার এ সময়ে পড়তে থাকা উচিত = You should be studing now
Practice yourself now
.......ঘুমাতে থাকা............লিখতে থাকা.........।করতে থাকা......
তোমার এ ব্যাপারে আগে ভাবা উচিত ছিল = you should have thought about it before
......শেষ করা...............ভাল করে পড়া............কেনা উচিত ছিল............এ ব্যাপারে সচেতন থাকা ...
তোমার সেখানে যাওয়া উচিত হয় নি = You...
verb + তে
বাংলায় 'verb + তে । যেমন ঃ খেতে , যেতে , বলতে , দ্বারা যে অসমাপিকা ক্রিয়া গঠন করা হয় সাধারনত তার ইংরেজি অনুবাদ infinitives দ্বারা করা হয় । infinitive এর সাধারন গঠন হল ;to+verb'
মূলতবর্তমান ও ভবিষ্যৎ বুঝাতে ''to +verb ''অতীতে ঘটে যাওয়া কাজ বুঝাতে '' to +have+ verb(p.p)''বর্তমানে চলছে এরুপ বুঝাতে ''...
কোনো উদ্দেশ্য কে কিভাবে প্রকাশ করবেন
কোনো উদ্দেশ্য কে কিভাবে প্রকাশ করবেন মূলত তাই নিয়ে আজকের আলোচনা।সাধারণত give , read , show , tell , say , sing , explain ইত্যাদি কতগুলো verb দ্বারা কারো উদ্দেশ্য বা কাউকে উদ্দেশ্য করে কিছু করা বুঝায় । যাকে উদ্দেশ্য করে কিছু করা বুঝায় তার নামের আগে to বসিয়ে উদ্দেশ্য প্রকাশ করা হয়। আর ওই ব্যক্তি কে উদ্দেশ্য করে যা করা হয় তার নাম বসাতে হয় উক্ত verb গুলোর পরে।
যেমন :Give this pen to Rahim
বাক্যটিতে...
যে সব বাক্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি
এমন কিছু বাংলা বাক্য আছে , যে সব বাক্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। মূলত সেই সব বাংলা বাক্য ইংরেজিতে কিভাবে বলা যায় তাই নিয়ে আজকের আলোচনা।
Grey matter-ঘিলু (অর্থাৎ বুদ্ধি )
1)The man lacks grey matter. Otherwise, who would be so foolish ? -লোকটার মাথায় ঘিলুর অভাব। নইলে এতো বড় বোকামি কেউ করে ?
2)Don't you have any grey matter at all ? Is it proper to urinate in such a clean street? -মাথায়...
Improving Your Conversation | Part One
Improving Your Conversation | Part One
I'm
যদি কোন ব্যাক্তির সামনে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান তাহলে simply এ ভাবে বলতে পারেনI'm (your name ) । যেমন I'm Sabina । অথবা এভাবেও বলা যায় My name is Sabina । informal situation এ এভাবে বলবেন Hi, I'm Sabina ।
ধরে নিন , আপনি একটি বিয়ে বাড়িতে আপনার সাথে wife এবং friends রা গেছে । এখন বিয়েতেকিছু লোকের সাথে আপনার দেখা হল যারা আপনার wife এবং friends দের...
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
CAN | IT'S.......-ING | MAY
CAN
can't bear + ........
এর পর verb এর সাথে ing বা infinitive বসে । অর্থ " সহ্য করতে না পারা , বরদাস্ত না করা " ।
১। I can't bear working in a noisy place.
২। He says he can't bear going to bed so late night.
can't help + ................
এর পর verb এর সাথে ing বসে । অর্থ " না করে পারা যায় না"
১। He made such a funny comment that we could not help laughing.
IT'S.......-ING
It's...
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
At the hotel
Written by SK Sabbir Ali
on ফেব্রুয়ারী ০১, ২০১৮
in At the hotel, receptionist, traveler
with
কোন মন্তব্য নেই

At the hotel
Traveler
এখানে,
like to get = পেতে চাই ,
like to check = চেক করতে চাই ,
reserved = সংরক্ষিত ,
allowed in = অনুমোদিত ,
a wake up call = একটা ঘুম ভাঙ্গানোর ফোন ।
I'd like to get a room at your hotel.
I'd like to check in.
I've reserved a room.
A single room/a double room/a twin room/ a suite
A...
Good manners
যে ভাবে কোন ব্যক্তিকে সম্মান ও শিষ্টতা প্রদর্শন করতে হয়
1.Will you ..........?
Will you close the door?
Will you bring a pen for me?
2.Would you.......?
Would you close the door for me?
Would you switch off the light?
3.Could you(please).......?
Could you please open the door?
Could you please do the work?
Could...
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
জারণ-বিজারণ মনে রাখার টেকনিক
টেকনিক ১ ::ছন্দঃ জাদা বিগ্রহ । জা দা → জারণ দান বি গ্রহ → বিজারণ গ্রহন।
এখানে ইলেক্ট্রন দান করলে জারন হয়। এবং ইলেক্ট্রন গ্রহন করলে বিজারণ হয় ।
টেকনিক ২ :
জারণ হয় :
মাইনাস মাইনাস হলেপ্লাস প্লাস হলে ।অর্থাৎ
ঋনাত্মক ইলেক্ট্রন ত্যাগ হলে বা মাইনাস হলে
জারণ হয় এবং ধনাত্মক প্রোটন সংযোগ হলে বা যোগ
হলে জারণ হয়।
বিজারণ হয় :মাইনাস প্লাস...