বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং সেটি বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে। কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে।

Tense ৩ প্রকার ঃ
১।The present tense (বর্তমান কাল)
২।The past tense (অতীত কাল)
৩।The future tense (ভবিষ্যৎ কাল)
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়।
১) Indefinite (অনির্দিষ্ট)
২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)


Present Indefinite Tense

যেসব কারনে Present Indefinite Tense হয়,

১) চিরন্তন সত্য বা বিজ্ঞানসম্মত সত্য
--Man is mortal
--Man can not live alone
--Water freezes at 0° centigrade(পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে)

২) নৈতিক বা পর্যবেক্ষণজাত সত্য
--Honesty is the best policy
--Necessity knows no law ( প্রয়োজন আইন মানে না)

৩) অভ্যাসগত কাজ
--I read Quran everyday
--He takes class everyday
--He goes to bed at ten pm every day (সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় )

৪)নিকট ভবিষ্যতের কাজ বা ঘটনা
--Our school open next week
--I give you a book tomorrow

৫) এখনই যে কাজ ঘটেছে তা বুঝাতে
--It rains
--He sleeps

৬) অন্যের উক্তি উপস্থাপন করতে
--He said “ I kill you “

৭) ঐতিহাসিক ঘটনা

Structure:
Subject + Main Verb + Object.

নোট ঃ
১)Sometimes, often, usually, occasionally, every+time (hour, day, year etc.), now and then, always, seldom, daily, regularly শব্দ গুলো থাকলে present indefinite tense হবে ।
২)Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।

Present Continuous Tense

এই মুহূর্তে ঘটছে এমন কাজ বুঝাতে এবং ভবিষ্যতে ঘটবে এমন কাজ বুঝাতে Present continuous tense ব্যবহার হয় ।

Structure

Subject+ am/is/are+v-ing
== I+am+v-ing
==You/Plural noun/Plural pronoun+are+v-ing
==Singular noun/Singular pronoun+is+v-ing


Example

এই মুহূর্তে ঘটছে এমন কাজ বুঝাতে
--I am writing right now (আমি এখন লিখছি)
--He is playing cricket(সে ক্রিকেট খেলছে)
--You are watching the movie(আপনি চলচ্চিত্রটি দেখছেন)

ভবিষ্যতে ঘটবে এমন কাজ বুঝাতে
--We are leaving tomorrow morning(আমরা আগামীকাল সকালে চলে যাব)
--She is speaking at the conference this evening.(তিনি এই সন্ধ্যায় কনফারেন্সে কথা বলবেন)

Note
1.যে শব্দ গুলো থাকলে present continuous tense হবে: today, this morning, this evening, at this moment, now, continually, constantly, at present.

Present perfect tense

ঠিক এই মাত্র কাজটি শেষ হয়েছে , সময়ের উল্লেখ নেই বা নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনা প্রকাশ করতে , যে কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয় নি এরুপ ঘটনা প্রকাশ করতে Present perfect tense ব্যবহার হয়

Structure
Subject+have/has+verb(past participle)
==I/plural noun/plural pronoun+verb(past participle)
==You/singular noun/singular pronoun+verb(past participle)

ঠিক এই মাত্র কাজটি শেষ হয়েছে
He has just gone there

সময়ের উল্লেখ নেই বা নির্দিষ্ট নয় এমন কোন অতীত ঘটনা প্রকাশ করতে
I have watched the movie but i have forgotten the most of part(আমি মুভিটি দেখেছি কিন্তু তার অধিকাংশ অংশই ভুলে গেছি)

যে কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয় নি
I have lived here for 17 years now (আমি এখানে এ প্রযন্ত ১৭ বছর ধরে বাস করছি)

Note

1.যে শব্দ গুলো থাকলে present perfect tense হবে: just, just now, recently, lately, already, so far, yet, ever.
2.As soon as,after,before,when ইত্যাদি দ্বারা শুরু হয়েছে এমন clause দ্বারা প্রকাশিত কোন future ঘটনাকে Present perfect tense প্রকাশ করা হয় ।
3. For , since এর ক্ষেত্রে present perfect tense ব্যবহার হয় ।
3.a) কোন নির্দিষ্ট সময় বুঝালে since আর কিছু সংখ্যক পরিমান সময় বুঝাতে for ব্যবহার হয় ।
--I have lived here for 17 years now (for+ period of time)
--I have lived here since January, 2000

More Example of present perfect tense

--I have eaten rice(আমি ভাত খেয়েছি)
-- I have read the book(আমি বইটি পড়েছি)
-- He has done it(সে এটি করেছে)
--They have made the garden(তারা বাগানটি তৈরী করেছে)
--He has completed the work(সে কাজটি সমাপ্ত করেছে )
--He has just played football(সে এইমাত্র ফুটবল খেলেছে)

More example of present continuous tense

-- I am playing (আমি খেলছি )
--He is writing ( সে লিখছে )
-- He is reading(তিনি পড়ছেন)
--They are playing(তারা খেলছে )
---They are playing better this year(এবছর তারা ভাল খেলছে )
--Now I am reading a book(আমি এখন একটি বই পড়ছি )
--He is working in the garden at this moment(সে এই মুহূর্তে বাগানে কাজ করছে)
--The weather is changing(আবহাওয়া পরিবর্তিত হচ্ছে )
Share:

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

Enough 

adj+enough

Rice enough =  যথেষ্ট ধনী 
Nice enough = যথেষ্ট সুন্দর 
strong enough = যথেষ্ট শক্তিশালী 
loudly enough = যথেষ্ট উচ্চস্বরে 


He can not buy a car because he is not enough rich = সে একটি গাড়ী কিনতে পারে না কারন সে যথেষ্ট ধনী নয় 
The flower is not bad, but it is not nice enough = ফুলটি খারাপ নয়, তবে এটি খুব বেশি সুন্দর নয় 
The thief was not strong enough to break the lock = চোরটি তালা ভাঙ্গার জন্যে যথেষ্ট শক্তিশালী ছিল না 






Share:

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

BE TO + VERB 
প্রয়োজনের কারনে বাধ্যতা বা দৈনন্দিন কর্তব্য প্রকাশ করতে ব্যবহারিত হয় 

I am to work here from 5 a.m till 5 p.m everyday= এখানে আমাকে প্রতিদিন সকাল ৫ টা থেকে বিকেল  ৫ টা প্রযন্ত কাজ করতে হয় 

It is to be done =এটা করা লাগবে বা করতে হবে

I am to go now = আমার এখন যাওয়া লাগে / আমার এখন যাওয়া লাগে যে ।

were ব্যবহার হবে শর্তমূলক অবাস্তব বাক্যে । বাক্যের tense অনুসারে এই were নির্ধারিত হয় না । নির্ধারিত হয় ঘটনার অবাস্তব দ্বারা । 

If i were a king, I would give you much wealth = আমি যদি রাজা হতাম, তাহলে আমি তোমাকে অনেক সম্পদ দিতাম ।   
এখানে , বক্তা রাজা নয় । রাজা হওয়া ও তার দ্বারা সম্ভব নয় । সে কারনে তাকে বলতে হচ্ছে যদি.........হতাম । এটি একটি কাল্পনিক অবাস্তব শর্ত । 

If i were a non-Muslim , I would be converted to Islam someday or other (কোন না কোন দিন )


Share:

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

As 
তুলনায় ব্যবহার হয় 
You are as tall as your father = তুমি তোমার পিতার মতো লম্বা
He is not as happy as his brother = সে তার ভাইয়ের মত অত সুখী নয়

As many........as 
সংখ্যা বা পরিমাণের নির্দিষ্টতা বোঝাতে ব্যবহার হয় । তুলনা বুঝাতে ব্যবহার হয় । 
I will give you as many apple as you want
তুমি যতগুলো আপেল চাও আমি তোমাকে ততগুলো আপেল দিবো

as many/much as এর আগে twice , half, three times , many times ইত্যাদি বসিয়ে নির্দিষ্ট অর্থে সংখ্যা বা পরিমাণের সাথে তুলনা করা যায় 

Half as much as ------অর্ধেক
Twice as many as ----দিগুণ

I needed 500 taka but i had only half as much in my pocket
আমার কাছে ৫০০ টাকার মতো দরকার ছিল কিন্তু আমার কাছে ছিল তার মাত্র অর্ধেক
I have 500 taka but i had only twice as much in my pocket
আমার কাছে ৫০০ টাকার মতো  আছে কিন্তু আমার দরকার তার দিগুণ




Share:

বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

 কোন verb এর কাজ কখন সংগঠিত হয় , হয়েছিল বা হবে তা নির্দেশ করার  জন্য  ঐ verb এঁর যে রূপ গুলো ব্যবহার হয় তাদেরকে Tense বলে 

ইংরেজিতে ৬ ধরনের Tense আছে ।
১) Present tense 
Present tense এ positive statement এর ক্ষেত্রে  তিন ধরনের বিবরণ পাওয়া যায় । 
প্রথমটা হল  Simple present 
দ্বিতীয়টা হল Progressive
তৃতীয়টা হল Emphatic

Simple present  :   We know , you say , He rides 
Progressive : I am rushing , You are moving , He is standing still
Emphatic : I do move , He does rides 
Question অথবা negative statement এঁর ক্ষেত্রে সাধারণত  Progressive এবং Emphatic এঁর গঠন ব্যবহার করা হয় 
Progressive : Are you coming ? She is not coming 
Emphatic : Does he swims ? They do not swim


২) Past tense 
    Past tense এ positive statement এর ক্ষেত্রে  তিন ধরনের বিবরণ পাওয়া যায় ।
প্রথমটা হল  Simple past
দ্বিতীয়টা হল Progressive
তৃতীয়টা হল Emphatic

Simple past : I took , You jumped, She sank 
Progressive : He was flying , We were laughing 
Emphatic : You did believe , They did prove 

Question অথবা negative statement এঁর ক্ষেত্রে সাধারণত  Progressive এবং Emphatic এঁর গঠন ব্যবহার করা হয় 


৩) Present perfect tense 
I have shown her the ring 
Have you been here long ?
He has filled the tub 


৪)Past perfect tense 
We had been in the new house for a week 
You had come to visit us
Had she set the table yet ?


৫) Future tense 

We will not leave 
You will be having dinner 


৬) Future perfect tense 

He shall have seen them before you do 
Will they have escaped 











Share:

শনিবার, ১৭ মার্চ, ২০১৮

Be able to , Should have + v3

Be able to = সামর্থ্য বুঝালে

I will able to play football = -আমি ফুটবল খেলতে পারব
Sakib will able to play next match = সাকিব পরবর্তী ম্যাচ খেলতে পারবে
He will able to do his work = সে তার কাজ করতে পারবে

Should have + v3 = অতীতে কোন কাজ করা উচিৎ ছিল বুঝালে

I should have gone there = আমার সেখানে যাওয়া উচিত ছিল
I should have played the cricket match আমার ক্রিকেট ম্যাচটি খেলা উচিৎ ছিল
I should have visited the zoo = আমার চিড়িয়া খানায় যাওয়া উচিৎ ছিল

Share:

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

As well as,As often as,Yet to,Having problem/trouble,

As well as = সেই সাথে



He is a good student as well as good boy = সে একজন ভালো ছাত্র সে সাথে ভালো ছেলেও
She has invited Sabbir as well as Sabrina - সে সাব্বির কে আমন্ত্রন জানিয়েছে সেই সাথে সাবরিনাকেও

She is beautiful as well as intelligent = মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও

As often as = যতবার ..................ততবার

I meet with Samia as often as i meet with Amir = আমি যতবার সামিয়ার সাথে দেখা করি ততবার আমীরের সাথে দেখা করি
I eat food as well as i drink water = আমি যতবার খাদ্য খাই ততবার পানি পান করি 

Yet to = এখনো কিছু করেনি

I yet to go there = আমি এখনো সেখানে যাইনি
I yet to eat food = আমি এখনো খাদ্য খাইনি
I yet to sleep = আমি এখনো ঘুমায় নি 
Having problem/trouble = সমস্যা হচ্ছে
I am having problem with my car =আমার গাড়ী নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with work = আমার কাজে সমস্যা হচ্ছে
I am having trouble with my study =  আমার পরাশুনা নিয়ে সমস্যা হচ্ছে 


 



Share:

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

laughing , Had better , Have no/has no

হাসা = laugh হাসতে হাসতে = laughing 
হাঁটা =walk   হাটতে হাটতে = walking
নাচা = dance  নাচতে নাচতে = dancing


He told the story laughing = সে হাসতে হাসতে গল্পটা বলল
She looked at me dancing = সে নাচতে নাচতে আমার দিকে তাকাল
He told this weeping = সে কাঁদতে কাঁদতে একথা বলল 
Had better = বরং

You had better go now = তুমি বরং এখন যাও
You had better stay today = তুমি বরং আজ থাক
We had better hire a car = আমরা বরং একটা গাড়ী ভাড়া করি । 
Have no/has no = নেই
I have no money =আমার কোন টাকা নেই
He has no friends = তার কোন বন্ধু নেই
I have no cycle = আমার কোন সাইকেল নেই 

Now it's your turn..........
 
Share:

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

Can not but , Let alone , Intend to

Can not but = না..................পারিনা

  • I can not but play cricket = আমি ক্রিকেট না খেলে পারি না 
  • I can not but go there = আমি সেখানে না যেয়ে পারি না 
  • I can not but  read the Quran = আমি কুরান না পড়ে পারি না 
Let alone = দুরের কথা

  • You are not be  able to do math homework let alone English homework = তুমি ইংলিশ হোমওয়ার্ক তো দূরের কথা ম্যাথ হোমওয়ার্কও করতে পারবে না । 
  • I can not drive cycle let alone a motorcycle = আমি তো মোটর সাইকেল তো দূরের কথা  সাইকেল ও চালাতে পারি না 
  • I don't have any friend let alone girl friend = আমার কোন বন্ধু নাই গার্ল ফ্রেন্ড তো দূরের কথা । 

Intend to = ইচ্ছা করা / মনস্থ করা


  • I intend to visit Nepal = আমার নেপালে বেড়ানোর ইচ্ছা আছে । 
  • I intend to be a computer engineer = আমার কম্পিউটার ইঞ্জজিনিয়ার হওয়ার ইচ্ছা আছে 
  • I intend to go there =আমার সেখানে যাবার ইচ্ছা আছে 






Share:

1.কিছু  কিছু verb অতীতের ঘটনা  রিপোর্ট করে । verb সমুহ হল said , thought , forgot,believed,knew,asked,reported,remembered, told .





I knew where you would go = আমি জানতাম তুমি কোথায় যাবে

I knew where you want = আমি জানতাম তুমি কোথায় যাও

I knew where you had gone = আমি জানতাম তুমি কোথায়
এখানে,
     Futere ------>> would
     Present------>>past
     Past ..........>>past perfect

2.Everyone , everything,no one,none, nothing,each,anything,whoever,whatever,neither,either,anyone ইত্যাদি singular subject হিসেবে ধরা হয়

Everyone is present = সবাই উপস্থিত
Does anyone come to see her ?= কেউ কি তাকে দেখতে আসে?
Each book was written with a pen = প্রতিটি বই কলম দিয়ে লেখা হয়েছে
Everything is going fine with the house = বাড়িতে সব কিছু ভালভাবে চলছে 




Share:

সোমবার, ১২ মার্চ, ২০১৮

Feel like , Let, Likely to

Feel like = ইচ্ছা করছে
I feel like sleeping = আমার ঘুমাতে ইচ্ছা করছে
I feel like walking = আমার খেতে ইচ্ছা করছে
I feel like singing = আমার গান গেতে ইচ্ছা করছে
Let = নিজেও করো অপরকেও করতে দাও

Play let play = নিজেও খেল অপরকে খেলতে দাও
Eat let eat = নিজেও খাও অপরকেও খেতে দাও
Walk let walk = নিজেও হাটো অপরকেও হাটতে দাও
Likely to  = সম্ভাবনা আছে

I am likely to go there = আমার সেখানে যাবার সম্ভাবনা আছে
I am likely to do homework = আমার বাড়ির কাজ করার সম্ভাবনা আছে
I am likely to drink a cup of tea = আমার এক কাপ চা পান করার সম্ভাবনা আছে 



Share:

কিছু prepositional phrase

কিছু prepositional phrase আছে যা ইংরেজিতে খুব কাজে লাগে

১)In a moment (মুহূর্তের মধ্যে)

 It is not possible to solve the problem in a moment ( মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব না )

২)By mistake (ভুল ক্রমে)

He did it by mistake(ভুল ক্রমে সে এটা করেছে)
He'd left her purse at home by mistake(তিনি ভুল করে বাড়িতে তার পার্স  ফেলে গেলেন)


৩)On the bus/boat/plane/ship/texi( বাসে /  নউকায়/প্লেনে/ ট্যাক্সিতে

I went to the house by bus (বাসে আমি বাড়িতে গিয়েছিলাম)

৪)On holiday(ছুটির দিনে)

I will see you on holiday(আমি তোমার সাথে ছুটির দিনে দেখা করব)
I will play cricket on holiday (আমি ছুটির দিনে ফুটবল খেলবো)

৫)For sell(বিক্রির জন্য)
The flat is on sell (ফ্লাটটি বিক্রির জন্য)
The car is on sell (গাড়ীটি বিক্রির জন্য)







Share:

A few : few । A little : little

A little : little

শুধু uncountable noun বা গণনা করা যায় না এমন Noun এর আগে a little এবং little ব্যবহার করা হয় । a little হল positive  এবং little হল negative

I know a little English = আমি অল্প অল্প ইংরেজি জানি
I know English just a little = আমি অল্প অল্প ইংরেজি জানি
I have a little money = আমার অল্প কিছু টাকা আছে

I know little English = আমি তেমন ইংরেজি জানি না
I know very little English = আমি তেমন ইংরেজি জানি না
I have little money = আমার তেমন টাকা পয়সা নেই




A few : few


শুধু countable noun বা গণনা করা যায় এমন Noun এর আগে a few এবং few ব্যবহার করা হয় । a few
 হল positive  এবং little হল negative

I have a few friends = আমার অল্প কয়েকজন বন্ধু আছে
I have a few shirts= আমার অল্প কয়টি শার্ট আছে
I have  few friends= আমার বন্ধু বান্ধব নেই
I have  few shirts= আমার তেমন শার্ট নেই



Share:

কিছু কিছু verb যার শেষে ed যুক্ত করে adjective তৈরি করা হয় । এক্ষেত্রে ব্যক্তি তার অনুভব প্রকাশ করে ।

She felt bored in the cinema hall (সে সিনেমা হলে বিরক্তবোধ করেছিল)
I am much interested in drama(আমি নাটকে দারুন আগ্রহী)
After office he was very tiredঅফিসের পরে সে খুব ক্লান্ত ছিলো
we are confused at this statement(আমরা এই বিবৃতিতে বিভ্রান্ত হয়েছিলাম) 
We were watching the cricket match.We were so excited(আমরা ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। আমরা খুব উত্তেজিত ছিলাম)
He felt relaxed  a little when he drank cold water(ঠাণ্ডা পানি খেয়ে সে খানিকটা শান্ত হল)

Share:

Do you prefer + ......?

Do you prefer + ?

  Prefer শব্দটি ব্যবহার করা হয় "অধিকতর পছন্দ করা হয়" এমন বুঝাতে ।

  1. Do you prefer + infinitive(to) ?
  2. Do you prefer+  gerund(ing)?
  3. Do you prefer+  noun?

Do you prefer+  noun?
 কেউ ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে তা জানতে এই ভাবে প্রশ্ন করতে পারেন    
                                       Do you prefer a boy or a girl ?
তেমনি বিড়াল না্  কুকুর Do you prefer a cat or a dog?
কোক না পেপসি Do you prefer coke or  pepsi?
ডেক্সটপ না ল্যাপটপ Do you prefer desktop or laptop?

আপনি যদি কোকের থেকে পেপসি বেশি পছন্দ করেন তাহলে এভাবে উত্তর দিতে পারেন
                           I prefer pepsi to coke.
অন্য প্রশ্ন গুলোর একই ভাবে দেয়া যায় ।


Do you prefer + gerund(ing)?

Do you prefer drinking or smoking?
Do you prefer eating out?
Do you prefer starting or finishing?

Do you prefer+ infinitive(to)?

Do you prefer to be a leader or a flower?
D you prefer to love or be loved?
Do you prefer to eat out or at home?
Do you prefer to live in a big city?


আপনি যদি কোকের থেকে পেপসি বেশি পছন্দ করেন তাহলে এভাবে উত্তর দিতে পারেন
                           I prefer pepsi to coke.

অন্য প্রশ্ন গুলোর উত্তর একই ভাবে দেয়া যায় ।





Share:

                                                                     কারো সামর্থ্যের ব্যপারে কিছু বলতে চাইলে  আমরা Brilliant at , Good at , Bad at ব্যবহার করতে পারি ।

Brilliant at(তুখোড়) = He is brilliant at extempore speech. সে উপস্থিত বক্তৃতায় তুখোড়
Good at(ভাল) = He is good at mathematics.সে অংকে ভাল
Bad at(কাঁচা)=He is bad at mathematics. সে অংকে কাঁচা

সাস্থের ভাল মন্দের ব্যপারে কথা বলতে চাইলে আমরা Good for, Bad for ব্যবহার করতে পারি ।
Good for = Fruits are good for health  ফল সাস্থের জন্য ভাল
Bad for = Sleeplessness is bad for health.অনিদ্রা সাস্থের জন্য ক্ষতিকর


Share:

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

will এবং going to এর ব্যবহার

ইংরেজিতে ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে সাধারণত will এবং going to ব্যবহার করা হয় । 

going to ব্যবহার করা হয়  plans(পরিকল্পনা) and arrangements(ব্যবস্থা) এর ক্ষেত্রে । 



On my next vacation, I’m going to stay in a nice hotel in Paris.(আমার পরবর্তী ছুটিতে, আমি প্যারিসের একটি চমৎকার হোটেলে থাকব) বাক্যটা এভাবেও লেখা যেত On my next vacation, I’m staying at a nice hotel in Paris.

She’s going to look for a new job( সে একটি নতুন চাকরীর সন্ধান করতে যাচ্ছে)

Rahim is going to meet me at 8 am at the airport.(রহিম 8 টায় বিমানবন্দরে আমার সাথে দেখা করতে যাচ্ছে।) বাক্যটা এভাবেও লেখা যেত Rahim’s meeting me at the airport at 8:00.

We’re going to get married next July(আমরা আগামী জুলাইয়ে বিয়ে করতে যাচ্ছি) 
বাক্যটা এভাবেও লেখা যেতWe’re getting married next July.

They’re going to visit suborna next week(তারা আগামী সপ্তাহে সুবর্ণাকে দেখার জন্য যাচ্ছে)

promise এর ক্ষেত্রে  will ব্যবহার  করা হয়। 

I‘ll send you an e-mail.(আমি আপনাকে একটি ই-মেইল পাঠাবো।)
I won’t tell anyone your secret.(আমি আপনার secret কাউকে বলব না)
We won’t forget your birthday.(আমরা আপনার জন্মদিন ভুলবো না )

offer এর ক্ষেত্রে will  ব্যবহার করা হয়।  

I‘ll buy you a drink.
 My secretary will help you with the paperwork.(আমার secretary আপনাকে কাগজপত্র দিয়ে সাহায্য করবে।)

কোন মুহূর্তের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে will ব্যবহার করা হয় 


“Would you like potatoes or rice?”( ভাত নিবেন  না আলু খাবেন ?)
“I‘ll have the rice.”(আমি ভ্যাট নিবো )
”Which shirt do you like?”( কোন শার্টটি ভালো লেগেছে আপনার ?)  
“Well, the red one is cheaper, but I prefer the color blue. I‘ll take the blue one ("ওয়েল, লালটা  সস্তা, কিন্তু আমি রং নীল পছন্দ করি। আমি নীলটা নিব )







Share:

বুধবার, ৭ মার্চ, ২০১৮

ইংরেজিতে অনুবাদ করতে হয় যেভাবে

আমার ছোট ভাই বাজার থেকে ১০ টাকা দিয়ে চমৎকার হালকা খেলনা কিনেছিল । এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে
১ম ধাপ ঃ বাক্যটিতে subject হল 'ভাই'--brother। verb হল 'কিনেছিল'--brought। object হল ' একটি খেলনা'--a toy । ** verb এর কাছে " কি বা কাকে " দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা object **
২য় ধাপ ঃউপাদান ৩ টি কে sub+verb+object অনুসারে সাজালে Brother brought a toy
৩য় ধাপঃ** যে ওয়ার্ড অন্য কোন ওয়ার্ড এর অর্থকে আরও সিমাবদ্ধ করে দেয় সেটা হল modifier**
subject কে modify করতে আরও দুটি শব্দ my এবং younger(ছোট) । এই দুটি ওয়ার্ড brother এর আগে বসালে my younger brother brought a toy.
খেলনা(toy) কে modify করেছে আরও দুটি শব্দ যথাক্রমে চমৎকার (fine) এবং হালকা(light) ।এই দুটি ওয়ার্ড toy এর আগে বসালে my younger brother brought a fine light toy
এবার '১০ টাকা দিয়ে'--for ten taka । এটি কে toy এর পরে বসালে পাওয়া যায় my younger brother brought a toy for ten taka
এরপর ' বাজার থেকে ' --from the market । সুতরাং সম্পূর্ণ বাক্যটি হল My younger brother brought a toy for ten taka from the market.


Share:

রবিবার, ৪ মার্চ, ২০১৮

Short grammar 01

Be verb.....................
Subject + am/is/are+ noun

I am a boy ( আমি একজন বালক)
He is a doctor(সে একজন ডাক্তার)
They are players(তারা খেলোয়াড়)
Masud is a fisheman(মাসুদ একজন জেলে)
Mr.karim is a lawyer(জনাব করিম একজন উকিল)

Articles ........

আমরা জানি যে কোন ওয়ার্ড এর  প্রথমে a , e , i , o , u থাকে তবে an বসে । সহজ নিয়ম হলো , ওয়ার্ড এর বানান যাই হোক , তার প্রথমে যদি  অ, আ, ই , ঈ , উ , ঊ , অ্যা , এ , উচ্চারন থাকে এবং ওয়ার্ড টি যদি এমন কিছুর নাম হয় যা গোনা যায় , তাহলে তার আগে an বসে ।  আর কোন ওয়ার্ড উচ্চারণ করার সময় ইউ (u,eu), ওয়া( 0), consonants থাকলে a বসে ।

1)This is an ant.
2)I have an umbrella.
3)They have a white cow
4) Mr. Khan is an honest man.(অনেসট h এর মত উচ্চারিত নয়)
5) This is an end of the rope

কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝালে তার আগে the বসে । নির্দিষ্ট করে না বুঝালে এবং তা গণনাযোগ্য হলে,  তার আগে a/an বসে । এবং গণনাযোগ্য না হলে তার আগে কিছুই বসে না । যে জিনিস unique বা অনন্য  অর্থাৎ তার কোন বিকল্প নেই , তার আগে the ব্যবহার হয় । সাগর , নদী , পৃথিবী , চাঁদ , তাজমহল ইত্যাদি এই জিনিস ।

Have/Has/Had.............Have no + noun(বস্তুর নাম)
  • একজনের ক্ষেত্রে ----------has
  • অনেকের ক্ষেত্রে------------have
  • I,you এর সাথে---------------have



have = আছে
had = ছিল
have no = নেই (+ noun)
had no = ছিল না (+ noun)
have not + verb এর past participle = করে নি
had not + verb এর past participle = করেছিল না 
I have a pen ( আমার একটা কলম আছে )
I had a pen ( আমার একটা কলম ছিল )
I have no pen ( আমার কোন কলম নেই )





Share:

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

Would rather ( বরং .........) get + something

Would rather ( বরং .........)
বর্তমান অথবা ভবিষ্যতের জন্য অধিক গুরুত্ব বা জোর দেয়ার জন্য ব্যবহার করা হয় ।
S+would rather+verb+others.

১)I would rather leave now
= আমি বরং এখন চলে যাই ।
২)I would rather buy a shirt than a pant at Eid
= ঈদে আমি প্যান্টের চেয়ে বরং সার্টই কিনব
৩) I would rather stay with you.
=আমি বরং তোমার সাথে থাকব

Get : ----->> কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া
         ----->> বাধ্যতামূলক নয়
         ----->> যাকে দিয়ে কাজটা করা হবে তার উল্লেখ থাকবে না
Subject + get + something + past participle + ..........

১)I got my clothes washed yesterday
= গতকাল আমি আমার কাপড়গুলো ধোয়ালাম
২)I won't get my hair cut tomorrow
=আগামীকাল আমি আমার চুল কাটাব না


Share:

শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

Asking for information | Introductions

Improve your English

Introductions

1.I just wanted to introduce myself. I am .......[ আপনার নাম ]
2.I don't think we met before. I am ......[আপনার নাম  ]
3.This is .....
4.I'd like you to meet ......
5.Have you met ......?
6.I'd like you to introduce to ...........
7.Nice to meet you.
8.It's a pleasure to meet you.
9.Likewise.
10.And you.

সাধারণত ১ ও ২ নং নিজেকে introduce করার জন্য ব্যবহার করা হয় ।
৩ নং থেকে ৬ নং অন্য কাউকে introduce করার জন্য ব্যবহার করা হয় ।
৭ নং ও ৮ নং এর উত্তর দেয়ার জন্য ৯ নং ও ১০ নং ব্যবহার করা হয় ।

Asking for information

1.Can you tell me ....?
== Can you tell me about yourself (আমাকে তোমার সম্পর্কে বলতে পারবে)

2.Could you tell me .......?
===could you tell me the time please(আপনি আমাকে দয়া করে সময় বলতে পারেন)

3.I'd like to know ...........
==i'd like to know you(আমি তোমাকে জানতে চাই)

4.Do you know ........
==Do you know English (তুমি ইংরেজি জান)

5.Do you have any idea ...........?
==Do you have any idea how to prove it( আপনার কি  কোন ধারণা আছে কিভাবে এটা ব্যবহার প্রমান করতে হয় )

6.Would you happen to know......?
7. I don't suppose you (would) know............?
8.I was wondering ............
9.I am calling to find out .............

৪ নং , ৫ নং, ৬ নং  এবং ৭ নং ব্যবহার তখনই করা হয় যখন আপনি নিশ্চিত না যে  আপনি যাকে তথ্যটি জিজ্ঞাসা করছেন সে জানে । ৯ নং ফোনে জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় ।








Share:

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

কিছু ব্যাখা

Extraordinaire
Extraordinaire ফরাসি থেকে ধার করা একটি শব্দ । যার উচ্চারন হবে ek stra or d-NAYRE ।
এটি পূর্ববর্তী শব্দের অর্থকে অতিরঞ্জিত করতে ব্যবহার করা হয় ।
What do you do ?
সাধারনত কারো পেশা কি তা জানতে What do you do ? দ্বারা প্রশ্ন করা হয় । উত্তর দেয়ার সময়ে আপনি যে পেশার সাথে জড়িত তার শিরোনাম উল্লেখ করতে হয় । যদি আমি জিজ্ঞেশ করি What do you do ? যদি আপনি বাঙ্কে চাকরি করেন তবে বলতে পারেন I am a banker ।
What do you do ? ____I am a teacher .
What does he do ?____He is banker .
What does she do ?______She is a nurse .
খেয়াল করলে দেখতে পাবেন এখানে verb হিসেবে to be verb ব্যবহার করা হয়েছে ।
যদি to be verb এর বদলে অন্য verb ব্যবহার করা হয় এর মানে হচ্ছে আপনি কোথায় চাকরি করেন সেই সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বর্ণনা দিতে হবে
What do you do ? ____I work for a large company / I work at Toto company
যদি কোন বিশেষ ব্যক্তির position সম্পর্কে জানতে এই প্রশ্ন করেন তবে তার উত্তর কেমন হবে দেখুন What does he do ?____He is the president of Toto company .
Tell me about yourself
আপনি যদি কোন ব্যক্তি সম্পর্কে জানতে আগ্রহী হন তবে আপনি তাকে ভদ্র ভাবে জিজ্ঞাসা করতে পারেন Tell me about yourself । যদি কোন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন Tell me about yourself তখন সেই ব্যক্তি ঠিক করতে পারবে আপনাকে কি বলা উচিত আর কি বলা উচিত না ।
এইখানে একটা নমুনা দেয়া হল
I am 22, i study in computer science . My father is a teacher and my mother is a house wife . I have a sister who is a student and i have also a brother .He is a student too .They all live in Khulna . I crazy about chess . I listen to robindo song etc
Awesome
Awesome একটি expression যেটা প্রচুর ব্যবহার হয় । তবে Awesome এর বদলে great ,fantastic , wonderful , terrific , cool ব্যবহার হয় ।
Share:

Reading Skills

Reading Skills
আজ আসলে Reading Skills নিয়ে কথা বলব । মুলত এটাকে আপনি ২ তা ভাগে ভাগ করতে পারেন । ১ম ভাগ হল আপনি যদি ক্লাস টেস্টে ভাল করতে চান বা যে কোন টেস্টে ভাল করতে চান । ২য় ভাগ হল আপনি যদি আপনার পড়ার skill কে improve করতে চান ।
আপনি যদি ক্লাস টেস্টে ভাল করতে চান বা যে কোন টেস্টে ভাল করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে
• ১) যখন কোন passage পড়বেন তখন পড়বেন তখন নিজেকে W-৬ দ্বারা প্রস্ন করুন । W-৬ হল What , Who, Where When Why , How । যেমন আপনি নিজেকে প্রস্ন করতে পারেন এভাবে কেন আমি passage টি পড়ছি ? আমি এটি পড়ে কি শিখবো ?
মনে রাখবেন যা পড়ছেন সেই সম্পর্কে নিজের ব্রেন কে inform করুন ।আমি বলতে চাচ্ছি inform your brain what you look for ?....maybe ত আপনি যে passage তা পড়ছেন এটা হতে পারে history সম্পর্কে বা এটা হতে পারে science সম্পর্কে । তবে মুল যে কথাটা হচ্ছে যখন কোন passage পড়বেন তখন passage . সম্পর্কে নিজেকে W-৬ দ্বারা প্রস্ন করুন ।
২) পুরো passage . পড়া হয়ে গেলে passage তাকে ৩ টি ভাগে ভাগ করে ফেলেন । ১ম ভাগ হল passage টা কি সম্পর্কে বলতে চায় । ২য় ভাগ হল passage তার main idea –টা কি এবং শেষ টা হল passage টির মূল thesis (opinion ) কি ?
এবার আপনি যদি আপনার পড়ার skill কে improve করতে চান । তবে মনে রাখবেন যে
এমন একটি বই পছন্দ করুন যেটা পড়তে আপনার কাছে সহজ মনে হয় । যদি আপনি আমার মত public হন তবে ক্লাস ৩য় , class four বা class 5 , 6 , 7 এর ইংরজি বই সংগ্রহ করে পড়তে পারেন ।পড়ার সময় timer যন্ত্রটায় time চালু করে দেখবেন কতক্ষন পড়তে সময় লাগে । যতটা দ্রুত সম্ভব পড়ার চেষ্টা করুন । পড়া শেষ হয়ে গেলে বইটি close করে চিন্তা করুন ,কত তুকু পরেছেন ? কিই বা পড়েছে ? কতটুকুই বা মনে আছে ?
Share:

Improving your conversation |part two

Improving your conversation |part two
Am,is,are,do etc
যখন আপনাকে কোন প্রশ্ন করা হবে এবং তার answer যদি yes or no হয় তবে to be verb সাহায্যে answer দেয়া যাবে । মনে রাখবেন আপনার answer যদি yes হয় তবে verb টিকে অন্যান্য word থেকে একটু জোরে উচ্চারণ করতে হবে
Are you happy ? Answer : Yes, I am
Are we winning the match ? Answer : Yes, we are
Do you like to eat ? Answer : Yes, I do
আর যদি আপনার answer যদি no হয় তবে not টিকে অন্যান্য word থেকে একটু জোরে উচ্চারণ করতে হবে
Are you happy ? Answer : No, I am not
Are we winning the match ? Answer : No, we are not
Do you like to eat ? Answer : Yes, I do not./I don't
As a matter of fact
As a matter of fact একটি common expression । As a matter of fact এর বিভিন্ন ধরনের অর্থ আছে । মূলত পূর্বে এমন কোন কথা বলা হয়েছে যার conformation স্বরূপ এটি ব্যবহার করা হয় ।
I guess you haven't eaten yet Answer : As a matter of fact ,I have / As a matter of fact ,I haven't
As a matter of fact এর পরিবর্তে in fact ,actually , in reality etc ব্যবহার করা যায় ।
Just
কিছুক্ষন আগে কোন কিছু ঘটেছিল এরূপ কোন ঘটনা প্রকাশ করতে just শব্দটি ব্যবহার করতে পারেন । এটি past tense or present perfect tense উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় ।
I've just bought a new house .
i just had the most aweful dreams
Share:

বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন

বাক্য গুলোর দিকে একটু খেয়াল করুন---
"১)তোমার সময় নষ্ট করা উচিত নয় ,
২) তুমি লেখা পড়া কর,
৩)বাবা অনেক কিছু করেছেন ।"
আচ্ছা বাক্য গুলো এই ভাবে বললে কেমন হত --
৪) একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় ।
৫)তুমি সুশিক্ষিত হওয়ার জন্য লেখা পড়া কর ।
৬) আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা অনেক কিছু করেছেন ।
এখানে , একজন শিক্ষিত মানুষ হয়ে , সুশিক্ষিত হওয়ার জন্য , আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এর ইংরেজি গুলো কিভাবে করবেন ?
যখন হওয়ার প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " being +__________"
Example :
একজন শিক্ষিত মানুষ হয়ে = being an educated man
একজন ভাল ছাত্র হয়ে = being a good student
অপমানিত হয়ে = being insulted
যখন হওয়ার জন্য প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " for being +__________"
Example :
সুশিক্ষিত হওয়ার জন্য= for being wel-educated
ধনি হওয়ার জন্য= for being rich
সাবধান হওয়ার জন্য = for being careful
যখন কারও হওয়ার জন্য প্রসঙ্গ আসবে ,
তখন Structure এমন হবে " for (somenoe's) being +__________"
Example :
আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য = for our being establish
তার সন্তুষ্ট হওয়ার জন্য = for his being pleased
সুতরাং
৪) একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয় = Being an educated man you should not waste your time .
৫)তুমি সুশিক্ষিত হওয়ার জন্য লেখা পড়া কর = (You) study for being well-educated .
৬) আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা অনেক কিছু করেছেন =Father did many things for our being establish .
Share:

More Examples About Infinitives
তোমার এ সময়ে পড়তে থাকা উচিত = You should be studing now
Practice yourself now
.......ঘুমাতে থাকা......
......লিখতে থাকা...
......।করতে থাকা......
তোমার এ ব্যাপারে আগে ভাবা উচিত ছিল = you should have thought about it before
......শেষ করা.........
......ভাল করে পড়া......
......কেনা উচিত ছিল......
......এ ব্যাপারে সচেতন থাকা ...
তোমার সেখানে যাওয়া উচিত হয় নি = You shouldn't have gone there
.........তাকে বলা......
.........ফিরে আসা......
......কেনা উচিত হয় নি......
......ঝগড়া করা...............।
Share:

verb + তে

বাংলায় 'verb + তে । যেমন ঃ খেতে , যেতে , বলতে , দ্বারা যে অসমাপিকা ক্রিয়া গঠন করা হয় সাধারনত তার ইংরেজি অনুবাদ infinitives দ্বারা করা হয় । infinitive এর সাধারন গঠন হল ;to+verb'
মূলত
বর্তমান ও ভবিষ্যৎ বুঝাতে ''to +verb ''
অতীতে ঘটে যাওয়া কাজ বুঝাতে '' to +have+ verb(p.p)''
বর্তমানে চলছে এরুপ বুঝাতে '' to+be+verb-ing"
অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বুঝাতে "to+have been +v(ing)"
1)সে যেতে চায় ( বর্তমান ও ভবিষ্যৎ বুঝাতে ''to +verb '' He wants to go
2)মনে হয় সে চলে গেছে( অতীতে ঘটে যাওয়া কাজ বুঝাতে '' to +have+ verb(p.p)'') = He seems to have gone
3)মনে হয় সে এখন পড়ছে ( বর্তমানে চলছে এরুপ বুঝাতে '' to+be+verb-ing"He seems to be reading now
4)মনে হয় সে এক ঘণ্টা ধরে পড়ছে ( অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বুঝাতে "to+have been +v(ing)") = He seems to have been reading now
Application :
This Conversation between me and my brother Seam ------
Sabbir: Why are you playing now, seam? You should be studying now, Shouldn't you?
Seam : You should have told me this before.Now the game is about to be finished.
Sabbir: There , Father seems to be cumming . What will you do now ?
Share:

কোনো উদ্দেশ্য কে কিভাবে প্রকাশ করবেন

কোনো উদ্দেশ্য কে কিভাবে প্রকাশ করবেন মূলত তাই নিয়ে আজকের আলোচনা।
সাধারণত give , read , show , tell , say , sing , explain ইত্যাদি কতগুলো verb দ্বারা কারো উদ্দেশ্য বা কাউকে উদ্দেশ্য করে কিছু করা বুঝায় । যাকে উদ্দেশ্য করে কিছু করা বুঝায় তার নামের আগে to বসিয়ে উদ্দেশ্য প্রকাশ করা হয়। আর ওই ব্যক্তি কে উদ্দেশ্য করে যা করা হয় তার নাম বসাতে হয় উক্ত verb গুলোর পরে।
যেমন :
Give this pen to Rahim
বাক্যটিতে noun + to + noun দ্বারা উদ্দেশ্য কে প্রকাশ করা হয়েছে। verb + to + verb দাড়াও উদ্দেশ্য প্রকাশ করা যায়। যেমন :
We eat to live .
He came to see me ( সে আমাকে দেখতে এসেছিল)
এখন প্রশ্ন হলো কখন noun + to + noun এবং verb + to + verb ব্যবহার করবেন ?
বাক্যতে মূল ক্রিয়া পদের(main verb) আগে যে ব্যক্তির নাম (name)বা তার সর্বনাম(pronoun ) থাকবে তার সাথে to যুক্ত থাকবে .
যেমন
আমাকে কবিতাটি পরে শুনাও [আমাকে = আমার উদ্দেশ্যে ]
তোমার বাবাকে গল্পটি বল [তোমার বাবাকে = তোমার বাবার উদ্দেশ্যে ]
ছবিটি তাকে দেখাও [তাকে = তার উদ্দেশ্য ]
উপরের বাক্য গুলো দেখলেই বোঝা যায় যে বাক্য গুলো দ্বারা উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। ইংরেজিতে যার উদ্দেশ্যে কিছু করা হয় তার নামের আগে তো বসে। উপরের বাক্য গুলোর ইংরেজি অনুবাদ
Read the poem to me .
Tell the story to your father .
Show the picture of her .
Share:

যে সব বাক্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি

এমন কিছু বাংলা বাক্য আছে , যে সব বাক্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। মূলত সেই সব বাংলা বাক্য ইংরেজিতে কিভাবে বলা যায় তাই নিয়ে আজকের আলোচনা।
Grey matter-ঘিলু (অর্থাৎ বুদ্ধি )
1)The man lacks grey matter. Otherwise, who would be so foolish ? -লোকটার মাথায় ঘিলুর অভাব। নইলে এতো বড় বোকামি কেউ করে ?
2)Don't you have any grey matter at all ? Is it proper to urinate in such a clean street? -মাথায় কি কোনো ঘিলু নয় নাকি ? এতো পরিষ্কার রাস্তায় প্রসব করছেন ?
Happy landing!ভ্রমণ শুভ হোক( বিশেষত আকাশ পথে )
'So, bye ! See you again next month . As soon as I reach America,I will write to you 'said she. 'Happy landings',said the man
What do you mean,______? কি বলছো,____?
1)
-------I have torn the man. আমি লোকটাকে ছিঁড়ে ফেলেছি
-------What do you mean torn ? কি বলছো ছিড়ে ফেলেছি?
------I have torn his photo আসলে আমি তার ছবি ছিড়ে ফেলেছি
------ I see . তাই বল
2)
-------I am dead .আমি মরে গেছি
-------What do you mean Dead ? মরে গেছিস মানে ?
-------I mean I have married . মানে আমি বিয়ে করেছি।
-------And what about your wife? তোর বৌ এর ব্যাপারে কি বলবি ?
-------She's got a new life . সে একটি নতুন জীবন পেয়েছে
3)
--------There's only one hundred taka in my pocket.
আপনার পকেটে মাত্র একশ টাকা আছে।
-------What do you mean 100 taka? A moment ago i kept in it two hundred taka .
--------But that was a moment ago not now .
কিন্তু সেটা তো কিছুক্ষন আগের কথা , এখনকার নয়
What's in a name? নামে কি আসে যায় ?
-------He is a very good engineer.
-------What's his name?
--------Mr Ziddi.
----------What a backdated name !
What's in a name?With a nicer name he wouldn't be more efficient engineer, nor with a worse name he would be a worse one.
Share:

Improving Your Conversation | Part One

Improving Your Conversation | Part One
I'm
যদি কোন ব্যাক্তির সামনে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান তাহলে simply এ ভাবে বলতে পারেন
I'm (your name ) । যেমন I'm Sabina । অথবা এভাবেও বলা যায় My name is Sabina । informal situation এ এভাবে বলবেন Hi, I'm Sabina ।
ধরে নিন , আপনি একটি বিয়ে বাড়িতে আপনার সাথে wife এবং friends রা গেছে । এখন বিয়েতে
কিছু লোকের সাথে আপনার দেখা হল যারা আপনার wife এবং friends দের চেনে না । সুতরাং তাদের আপনার আগত person দের এভাবে পরিচয় করিয়ে দিতে পারেন
This is ( wife) Sabina and this is Rahim , Karim and Jabbar . বা এভাবেও বলতে পারেন These are my friends, Rahim , Karim and Jabbar , and this is my wife Sabina
Glad to meet you / Happy to meet you
যখন কোন ব্যক্তির সাথে introduced হবেন তখন সৌজন্যতার খাতিরে বলতে পারেন I'm glad to meet you / I'm happy to meet you অথবা It's nice to meet you । কেউ আপনাকে বললে প্রতিউত্তরে বলতে পারেন I'm glad to meet you too / I'm happy to meet you too
Right ? Correct !
কোন একটা ব্যাপারে আপনার confusion হচ্ছে । আপনি জানেন না জিনিসটা সঠিক কিনা । ঠিক এই মুহূর্তে আপনার confusion দূর করতে আপনি এভাবে প্রশ্ন করতে পারেন Are you Sabbir , Right? তখন প্রতিউত্তর ঠিক এ ভাবে আসতে পারে That's right , I'am । অথবা প্রতিউত্তর ঠিক এ ভাবে আসতে পারে No, That's not right । Are you Sabbir , Right? এই প্রশ্নের জবাব এভাবেই দিতে পারেন Correct ! অথবা No, That's not correct অথবা No, I'm Rahim ।


Share:

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

CAN | IT'S.......-ING | MAY

CAN

can't bear + ........

এর পর verb এর সাথে ing বা infinitive বসে । অর্থ " সহ্য করতে না পারা , বরদাস্ত না করা " ।

১। I can't bear working in a noisy place.
২। He says he can't bear  going to bed so late night.


can't help + ................

এর পর verb এর সাথে ing  বসে । অর্থ " না করে পারা যায় না"

১। He made such a funny comment that we could not help laughing.

IT'S.......-ING


It's no use arguing ( তর্ক করে লাভ নাই  )
It's no use asking him for help - he helps nobody. (তার কাছে সাহায্য চেয়ে লাভ হবে না - সে কাউকে সাহায্য করে না  )
It's no use his / her seeking forgiveness - I will not forgive him.( তার ক্ষমা চাওয়াতে কোন লাভ হবে না - আমি তাকে ক্ষমা করব না )

MAY

এটা একটা modal verb টি বেশ কিছু অর্থ প্রদানকারী structure গঠন করে ।

                        Asking for permission(অনুমতি চাওয়া )

Formal way :
May I + verb+ ........?
= May I come in, Sir?
= May I open the window?

Informal way তে সচারাচর can ব্যবহারিত হয়

Can i see your magazine?
Can i ask you a question?

Formal style এ নিষেধ করার জন্য কিংবা অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য may not ব্যবহারিত হয় । অনুমতি দেয়ার জন্য ক্ষেত্রে may খুব কমই ব্যবহারিত হয় ।
May I turn on the fan?
- Yes, you may.

বেশি জোর করে নিষেধ করতে চাইলে must not ব্যবহারিত করা হয় ।
Parents must  not smoke .....

প্রার্থনা বা আশীর্বাদের ক্ষেত্রে ও may ব্যবহারিত হয় ঃ

May our president live long .
May she come round.
May Bangladesh remain independent for ever.




















Share:

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

At the hotel

At the hotel

Traveler
       এখানে,
  1. like to get = পেতে চাই , 
  2. like to check = চেক করতে চাই , 
  3. reserved = সংরক্ষিত ,
  4.  allowed in = অনুমোদিত , 
  5. a wake up call = একটা ঘুম ভাঙ্গানোর ফোন ।


  • I'd like to get a room at your hotel. 
  • I'd like to check in. 
  • I've reserved a room. 
  • A single room/a double room/a twin room/ a suite 
  • A room with a shower/a bath/a telephone/air condition.
  • Are            allowed in the hotel?
  • Give me a wake up call at 7.00,please. 
  • Will you call me a taxi to the airport?





Receptionist 
  এখানে ,
  1.  prefer = পছন্দ করা, 
  2.  check out =  হোটেল থেকে বিদায় নেয়া , 
  3. at midday = মধ্যাহ্নে

  • We are fully booked.
  • Have you reserved a room.
  • I will check in the register book.
  • What floor would you like?
  • Do you prefer smoking or non-smoking floor?
  • Check out is at midday.
  • Fill in the registration from,please
  • Sign in the register please.
  • You can pay by cash or credit card.
  • Hotel service/room service. 

একজন traveler হিসেবে  receptionist এর প্রশ্নের উত্তর দিন

......Good morning, can i help you ?
 Your answer :

What is your name please?
 Your answer :

Yes, you have reserved a single room for three night , is this correct?
 Your answer :

What floor do you prefer smoking floor or non-smoking floor?
 Your answer :


Could you fill in the registration from,please?
 Your answer :

Sign in the register book,please.
 Your answer :

And, will you be pay by cash or credit card?
 Your answer :

Your room is 123.Here's your key.
 Your answer :

Would you like assistances with your bag?
 Your answer :

Share:

Good manners

যে ভাবে কোন ব্যক্তিকে সম্মান ও শিষ্টতা  প্রদর্শন করতে হয়


1.Will you ..........?

  •       Will you close the door?
  •       Will you bring a pen for me?



2.Would you.......?

  • Would you close the door for me?
  • Would you switch off the light?


3.Could you(please).......?
  • Could you please open the door? 
  • Could you please do the work?
  • Could you please receive her?


4.Could you possibly........? 

  • Could you possibly open the door? 
  • Could you possibly lend me  your pen?


5.Would you kindly...........? 

  • Would you kindly open the door? 
  • Would you kindly treat her?



6.Would you mind.......? 

  • Would you mind opening the door?
  • Would you mind call her?


7.Would you be kind so as..........?

  • Would you be kind so as to open the door?
  • Would you mind so as to listen?




Share:

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

জারণ-বিজারণ মনে রাখার টেকনিক
টেকনিক ১ ::ছন্দঃ জাদা বিগ্রহ । জা দা → জারণ দান বি গ্রহ → বিজারণ গ্রহন।
এখানে ইলেক্ট্রন দান করলে জারন হয়। এবং ইলেক্ট্রন গ্রহন করলে বিজারণ হয় ।

টেকনিক ২ :
জারণ হয় :
মাইনাস মাইনাস হলেপ্লাস প্লাস হলে ।অর্থাৎ
ঋনাত্মক ইলেক্ট্রন ত্যাগ হলে বা মাইনাস হলে
জারণ হয় এবং ধনাত্মক প্রোটন সংযোগ হলে বা যোগ
হলে জারণ হয়।

বিজারণ হয় :মাইনাস প্লাস হলে প্লাস মাইনাস হলে ।
অর্থাৎ,ঋনাত্মক ইলেক্ট্রন সংযোগ হলে বা যোগ হলে
বিজারণ হয় এবং ধনাত্মক প্রোটন ত্যাগ বা
মাইনাস হলে বিজারণ হয় ।

টেকনিক ৩ :

জোবি জোরা
জো বি → যোজ্যতা বৃদ্ধি = জারণ
জো রা → যোজ্যতা হ্রাস = বিজারণ

এলকিনের বিক্রিয়া মনে রাখার কৌশল
অ্যালকিনের বিক্রিয়াগুলো মনে রাখো শুধুমাত্র সহজ একটা ইংরেজী শব্দ দিয়েঃ'PROPOSE'
PRO = প্রতিস্থাপন,P = পলিমারকরণ,O = ওজনীকরণ,S = সংযোজন/যুত,E = ইলেক্ট্রন ত্যাগ (জারণ)
লবণ সেতুর কাজ মনে রাখার টেকনিক
লবণ সেতুর কাজ মনে রাখার টেকনিক :::
"সেতু ভেনিস "।সেতু= লবণ সেতু,ভে= ভারসাম্য রক্ষা,নি= নিরেপেক্ষতা,স= সংযোগ রক্ষা ।
হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ মনে রাখার কৌশল

হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ মনে রাখার কৌশলঃ "পাপি টাকে ফিথাই বাধ"।পা : পাইরল,পি : পিরিডিন,টাকে : টেট্রাহাইড্রোফিউরান,ফিথাই : ফিউরান,থায়োফিন ,ইথিলিন,ইথলিন
ক্লোরিন (Cl) এর সব ব্যবহার মনে রাখার টেকনিক
" জী আন্টি, আপনি হাতি + কাঁদুনে + বোরিং +কিপ্টা + পঁচা "
জী = জীবাণু নাশক,আন্টি = এন্টিনক তরল,আপ নি = অগ্নি নির্বাপক,হা তি = হিমায়ক তরল,কাঁদুনে = কাঁদুনে গ্যাস,বোরিং = বিরঞ্জক,কিপ্টা = কীটনাশক,পঁচা = পচন নিবারক।
কোন ফলে কোন এসিড
১.লেবু ------------সাইট্রিক এসিড। ২.আপেল-----------ম্যালিক এসিড। ৩.তেতুল-----------টারটারিক এসিড। ৪.পেয়ারা-----------এসকরবিক এসিড। ৫.আমড়া-----------এসকরবিক এসিড।
৬.টমেটো-----------মলিক এসিড। ৭.কমলা-------------এসকরবিক এসিড। ৮.কামরাঙ্গা----------এসকরবিক এসিড। ৯.আমলকি-----------অক্সালিক এসিড। ১০.আঙ্গুর------------টারটারিক এসিড
পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল
গ্রুপ 1A:
H Li Na K Rb Cs Fr
হা লায় না কি রাবি-তে
কাশ ফেলেছে
গ্রুপ 2A :
Be Mg Ca Sr Ba Ra
বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে রাখা
গ্রুপ 3A :
B Al Ga In Tl
বলে এলাম জাই য়েন তাইলে
গ্রুপ 4A:
C Si Ge Sn Pb
ছি! সিলেট গেলেন? সমস্যায় পড়বেন
গ্রুপ 5A:
N P As Sb Bi
না পারলে আসলে সুবিধা বেশি

গ্রুপ 6A :
O S Se Te Po
ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে

গ্রুপ 7A :
F Cl I Br At
ফেল করলেও আইজ বাড়িতে আসতাম

পর্যায়-2
Li Be B C N O F Ne
লি বেন? বেনী চুড়ি? নিপস্টিক ও ফা ইন


পর্যায়-3
Na Mg Al Si P S Cl Ar
না! মগা আলু ছিলতে পারে সব কিলি য়ার

পর্যায়-4
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn
স্কুল টি ভাঙায় চেয়ার ম্যান ফের কমিশন নিয়ে
কাজে যাচ্ছেন

পর্যায়-5
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
ইওর জ্বর নামবে মন টাকে আরো রেস্ট-হতে দাও
পারলে আগে কাঁদো

ল্যান্থানাইডঃ
Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
ছেলের প্রীতি এন্ড প্রেম সমানইউরোপ গুড তবে
ডাইরিয়া হয় এর টমেটো ইয়লো ব্লু

অ্যাক্টিনাইডঃ
Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
থাকলে পাশে ইউএনপি পুঁথি আমার কমেনা বিকেলে
ক্যাফেতে এসে এফ এম মোডে নুডলস লাড়ি


বি:দ্র: কেউ অন্য উপায়ে মনে রাখলে প্লিজ এটা
মনে রাখার দরকার নেই। কারন, এলামেলো হয়ে
যেতে পারে।

ইলেক্ট্রন আকর্ষী বিকারক



যে সকল বিকারক ইলেক্ট্রন প্রিয় অর্থাৎ বিক্রিয়া কালে ইলেক্ট্রন গ্রহন করে তাকে ইলেক্ট্রন আকর্ষী বিকারক বলে ।

ইহা দুই প্রকার ।

যথা

১. ধনাত্বক ইলেক্ট্রোফাইল
২. প্রশম ইলেক্ট্রোফাইল


ধনাত্বক ইলেক্ট্রোফাইল মনে রাখার উপায়-

"কাকার নানা বাড়ীর পাশে হাটছে"

এখানে,

কা= কার্বোনিয়াম আয়ন R+
কা = কার্বোক্যাটায়ন .CH3+
না =নাইট্রোনিয়াম আয়ন NO2+
না= নাইট্রোসোনিয়াম আয়ন NO+
বাড়ীর =ব্রোমিয়াম Br+
পাশে =প্রোটন H+
হাটছে = হাইড্রোনিয়াম (H3O+)

Fe (আয়রন) এর আকরিক সমূহের নাম মনে রাখার ছন্দ

"মাগো, লিসারে ফিরে পেতে চাই "

এখানে,

মাগো = ম্যাগনেটাইট
লি = লিমোনাইট
সা = সাইডেরাইট
রে = রেড হিমাটাইট
ফিরে = Fe (এই
আকরিকগুলো যে আয়রনের
সেটা মনে রাখার জন্য)
পেতে = পাইরাইটস

ক্ষারধর্মী অ্যামাইনো এসিডগুলোর নাম মনে রাখার ছন্দ :



"লাইলি আর হিমেলের প্রেম খাঁটি"


এখানে,


লাইলি → লাইসিন
আর → আরজিনিন
হিমেল → হিস্টিডিন
প্রেম → প্রোলিন
খাঁটি → ক্ষারধর্মী । এই অ্যামাইনো এসিডগুলো যে
ক্ষারধর্মী সেটা এই 'খাঁটি' শব্দটি থেকে মনে রাখবে ।

আবিস্কার ও আবিষ্কারক



কিছু আবিস্কার ও আবিষ্কারক - এর নাম :


(1)হাইড্রোজেন - হেনরি ক্যাভেন্ডিস
(2)অক্সিজেন - প্রিস্টলি
(3)ক্লোরিন - ময়সাঁ
(4)ওজোন - স্কোনবীনি
(5)ইলেকট্রন - থমসন
(6)প্রোটন - রাদারফোর্ড
(7)নিউট্রন - চ্যাডউইক
(8)রেডিয়াম - মাদাম কুরি ওপিয়েরে কুরি
(9)শুষ্ক কোষ - জর্জেস লেকল্যান্স
(10)বৈদ্যুতিক কোষ - আলেকসান্দ্রভোল্টা
(11)পারমাণবিক সংখ্যা - মোঁসলে
(12)তড়িৎ বিশ্লেষণ - মাইকেল ফ্যারাডে

অ্যারোমেটিক যৌগ রের করার একটা সুন্দর টেকনিক



হাকেল নিয়মের পরিবর্তে অ্যারোমেটিক যৌগ রের করার একটা সুন্দর টেকনিক | আশা করি কাজে লাগবে |


n=(x-1)/2


এখানে,x=পাইবন্ধনের সংখ্যা বা দ্বি বন্ধনের সংখ্যা |
n এর মান=পূর্ণ সংখ্যা হলে,অ্যারোমেটিক যৌগ |
n এর মান =ভগ্নাংশ হলে অ্যারোমেটিক যৌগ নয় |


Example--বেনজিনে পাই বন্ধন তিনটি |
n=(3-1)/2=1
n এর মান একটি পূর্ণ সংখ্যা তাই বেনজিন অ্যারোমেটিক যৌগ |

রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস



১। অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষ)অ = অম্ল, নী = নীল, লা =লাল


২।ইট পরে নিচে(ইলেকট্রন,প্রোটন ও নিট্রনের আবিষ্কারক)ই = ইলেকট্রন, ট = টমসন (থমসন)প = প্রোটন, রে =রাদারফোর্ড নী = নিউট্রন, চে =চ্যাডউইক


৩। হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিস্ক্রিয় গ্যাস)


হিলি = হিলিয়াম,
নিলি = নিয়ন,
আর = আর্গন,...
কৃপা = ক্রিপ্টন,

যায় =জেনন,
রংপুরে = রেডন


৪।আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/ টেবিলে বসি (অপধাতু)


আসেন = As, বিয়াই = Bi,সবাই= Sb,গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব =B, সি = Si

পর্যায় সারণি নির্ণয়



শোন ১S
শোন ২S
প্রিয়া শোন ২p ৩s
প্রিয়া শোন ৩P ৪S
ডিপিএস কর ৪d ৪p ৬s
ডি পি এস কর ৪d ৫p ৬s
এফ ডি পি এস করো ৪f ৫d ৬p ৭s
এফ ডি পি এস করো ৫f ৬d ৭p ৮s


এখন এই ছন্দ পড়ে মৌলের যোজনী ও অবস্থান বের করা সম্ভব।


এখানে,
s=2
p=6
d=10
f=14
example Na=11
১s^2 ২s^2 ২p^6 ৩s^1

মৌলিক রাশি মনে রাখার টেকনিক



দেব ও দীপা তার ভাবির সাথে তাঁতির কাছে গেল


দ=দৈর্ঘ্য
দ=দীপন ক্ষমতা
প=পদার্থের পরিমাণ
ত=তাপমাত্রা
ভ=ভর
স=সময়
ত=তড়িৎ প্রবাহ

এসিডের শ্রেণি বিভাগ



গঠন অনুসারে এসিড দুই প্রকার।

যথাঃ
(ক) হাইড্রাসিড
(খ) অক্সি এসিড


হাইড্রাসিডঃ যে এসিডের অণুতে হাইড্রোজেন ও অন্য আধাতব মৌল থাকে কিন্তু অক্সিজেন থাকে না তাকে হাইড্রাসিড বলে। যেমনঃ HCl, HBr, HI,HCN ইত্যাদি।


অক্সি এসিডঃ যে এসিডের অণুতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাতব মৌল থাকে উহাকে অক্সি এসিড বলে। যেমনঃ HNO3, H2SO4, H3PO4 ইত্যাদি।


উৎস অনুসারে দুই প্রকার। যথাঃ


(ক) অজৈব এসিড
(খ) জৈব এসিড


অজৈব এসিডঃ HCl, HBr, HI,HCN ইত্যাদি।


জৈব এসিডঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH) শক্তিমাত্রা অনুসারে দুই প্রকার।

যথাঃ
(ক) তীব্র এসিড (Strong Acids)
(খ) মৃদু এসিড (Weak Acids)


তীব্র এসিড (Strong Acids):যে সমস্ত এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে তীব্র এসিড (Strong Acids) বলে। যেমনঃ HNO3, H2SO4 ইত্যাদি।


মৃদু এসিড (Weak Acids): যে সমস্ত এসিড পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে মৃদু এসিড (Weak Acids) বলে। যেমনঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH) ইত্যাদি।


ক্ষারকত্ব অনুসারে চার প্রকার। যথাঃ


(ক) এক ক্ষারকীয় এসিড
(খ) দ্বি-ক্ষারকীয় এসিড
(গ) ত্রি-ক্ষারকীয় এসিড
(ঘ) চার ক্ষারকীয় এসিড


এক ক্ষারকীয় এসিডঃ একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে এক ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ HBr, HNO3 ইত্যাদি।


দ্বি-ক্ষারকীয় এসিডঃ দু’টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে দ্বি-ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H2SO4, H2SO3, H2CO3 ইত্যাদি।


ত্রি-ক্ষারকীয় এসিডঃ তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে ত্রি-ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H3PO4, H2SO3, H2BO3 ইত্যাদি।


চার ক্ষারকীয় এসিডঃ চারটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে চার ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H4P2O7 ইত্যাদি।

সংজ্ঞা পর্ব



ডাইভ্যালেন্ট মৌল কাকে বলে?
উত্তরঃ যে সকল মৌলের যোজনী দুই ঐ সকল মৌলকে ডাইভ্যালেন্ট মৌল বলে। যেমনঃঅক্সিজেন।


ট্রাইভ্যালেন্ট মৌল কাকে বলে?
উত্তরঃ যে সকল মৌলের যোজনী তিন (৩) ঐ সকল মৌলকে ট্রাইভ্যালেন্ট মৌল বলে। যেমনঃ অ্যালুমিনিয়াম।


রাসায়নিক ক্রিয়া কাহাকে বলে?
উত্তরঃ একটি মৌলের বা যৌগিক পদার্থের রাসায়নিক পরিবর্তনের ফলে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টির প্রক্রিয়াকে রাসায়নিক ক্রিয়া বলে।


রাসায়নিক আসক্তি কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন মৌলের মধ্যে একে অন্যের সঙ্গে যুক্ত হইবার প্রবনতাই হল রাসায়নিক আসক্তি।


পরমাণু কি?

উত্তরঃ মৌলের পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।


মূল কণিকা কাকে বলে?
উত্তরঃ যে সকল অতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে।


স্থায়ী মূল কণিকা কাকে বলে?
উত্তরঃ কতগুলো মূল কণিকা আছে যা সব পরমাণুতেই থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে।


অস্থায়ী মূল কণিকা কাকে বলে?
উত্তরঃ কতগুলো মূল কণিকা আছে যা কোন কোন মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য থাকে এদেরকে অস্থায়ী মূল কণিকা বলে।


কম্পজিট কণিকা কাকে বলে?
উত্তরঃ স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরও এক ধরণের ভারী কণিকা দেখা যায় এদেরকে কম্পোজিট কণিকা বলে।


নিউক্লিয়ার শক্তি কি?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে নিউক্লিয়ার শক্তি বলে।


পারমানবিক সংখ্যা কি?
উত্তরঃ কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমানবিক সংখ্যা

হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখার উৎপত্তি মনে রাখার টেকনিক



উৎপত্তি মনে রাখার টেকনিক :-


" লাইলি বর্মনের প্রেম বিরহের ফসল "


লাইলি = লাইমেন সিরিজ
বর্মনের = বামার সিরিজ
প্রেম = প্যাশ্চেন সিরিজ
বিরহের = ব্রাকেট সিরিজ
ফসল = ফুন্ড সিরিজ

ঊর্ধ্বপাতিত পদার্থ মনে রাখার উপায়



যেসব পদার্থকে তাপ দিলে তরলে পরিনত না হয়ে সরাসরি গ্যাসে পরিনত হয় তাদেরকে উর্ধপাতিত পদার্থ বলে । এর উদাহরন গুলো খুবই গুরুত্বপূর্ন।


এর উদাহরন মনে রাখার টেকনিক ::


"বাংলার কোথাও আমাদের নিতু নেই।"


বাংলার - # বেনজয়িক_এসিড
কোথাও - # কর্পূর
আমাদের - # আয়োডিন
নিতু - # নিশাদল
নেই - # ন্যাপথালিন

সংকেত ও তথ্য




১।ইপসাম লবণ-MgSO4.7H2O
২।প্রডিউসার গ্যাস-CO+N2
৩।অলিয়াম এর সংকেত-H2S2O7
৪।চাইনিজ হোয়াইট-ZnO
৫।সালফার সেসকুই অক্সাইড-S2O3
৬।অয়েল অব ভিট্রিয়ল-H2SO4
৭।মার্কের পারহাইড্রল-30% H2O2 এর দ্রবণ
৮।রাজঅম্ল-"1" মোল "গাড়" HNO3+"3" মোল "গাড়" HCl এর মিশ্রণ
৯।কঠিন আলুমিনিয়াম ক্লোরাইডের সঠিক আণবিক সংকেত-Al2Cl6
১০।জুয়েলারস বর্জ্য এর সংকেত-Fe2O3
***চাইনিজ হোয়াইট চর্মরোগ এর মলম তৈরি এবং দাতের চিকিৎসায় ব্যবহৃত হয়।
**ভিট্রিয়ল মানে হল কাঁচ।সবুজ ভিট্রিয়ল(Fe2SO4.7H2O) এবং ফিটকিরি থেকে তৈরি বলে এবং দেখতে তৈলের মত বলে H2SO4 কে অয়েল অব ভিট্রিয়ল বলে।
*রাজঅম্লের অপর নাম-অ্যাকুয়া রোজিয়া।এটি Au,Pt ইত্যাদি নিষ্ক্রিয় ও অভিজাত ধাতুকে দ্রবীভূত করে।এর দ্বারা অভিজাত ধাতুগূলোর বিশুদ্ধতা নিরূপণ করা হয়

কেলাসের নাম ও উদাহরণ মনে রাখার সহজ কৌশল



কেলাসের নামঃ মনোক্লিনিক (m)


ছন্দ : ম ন স জা গ কর


উদাহরণঃএখানে>ম তে >মনোক্লিনিকসালফার(s8),স>তে>সবুজ ভিট্রিওল,জিপসাম, গ্লুবার লবন


কর্ণ সম্পর্ক মনে রাখার উপায় :


লিমা বেরিয়ে এলো বউ সেজে


লি : Li ----মা : Mg
বেরিয়ে : Be ---- এলো : Al
বউ : B ---- সেজে : Si
.

উজ্জল ধাতু মনে রাখার টেকনিক ::


"আজ মামা আলনা কিনবে "


আজ=Ag
মামা=Mg
আল=Al
না =Na
কিনবে=Ca


উদ্ধায়ী ধাতু মনে রাখার টেকনিক

"জন কেডি মার্কারিকে চিনে"


জন=Zn
কেডি=Cd
মার্কারি=Hg
চিনে=Cn
মুদ্রাধাতু : অকাজ
অ: Au
কা: Cu
জ : Ag


অপধাতু : জি বিয়াই সিগগির আসেন সাবধানে টুলে আসেন


জি : Ge
বিয়াই : Bi
সিগগির : Si
আসেন : As
সাবধানে : Sb
টুলে : Te
বসেন : B


চুম্বক ধাতু : ফেল করি নাই রুহুল রহিম পটলাকে প্যাদাবে


ফেল : Fe
করি : Co
নাই : Ni
রুহুল : Ru
রহিম : Rh
পটলাকে : Pt
প্যাদাবে : Pd
নিকৃষ্ট ধাতু : লতা
ল : লোহা (Fe)
তা : তামা (Cu)


নরম ধাতু : পাবে না কে কে পাবে : Pb


না : Na
কে : K
কে : Ca

বিভিন্ন ক্ষেত্রে যৌগের ব্যবহার



চেতনানাশক:

¤ইথিলিন - ইতির
¤ক্লোরোফর্ম - কো
¤ক্লোরিটোন - কে
¤নাইট্রাস অক্সাইড - নাই
¤ইথার - ইঁদুর


মনে রাখার ছন্দ: ইতির কোকে ইঁদুর নাই


কীটনাশক:


¤ডি ডি টি - ডল
¤এনড্রিন - এন্ড
¤ক্লোরোডেন - কেনে
¤ডিলড্রিন - ডিস
¤গ্যামাক্সিন - গাজী


মনে রাখার ছন্দ: গাজী ডল এন্ড ডিস কেনে


জীবাণুনাশক:


¤টিংচার আয়োডিন - টাই
¤আয়োডোফর্ম - আনতে
¤ফরমালিন - ফুটবল
¤ফিটকিরি - ফুল
¤ব্লিচিং পাউডার - বাধে
¤ফেনল - ফেলে
¤রেক্টিফাইড স্পিরিট -রনি


মনে রাখার ছন্দ: রনি ফুটবল ফেলে ফুল আনতে টাই বাধে


নিদ্রাকারক:


¤ক্লোরিটোন - কেউ
¤বেনড্রিল - ব্যাথা
¤প্যাথেডিন - পড়ে
¤প্যারালডিহাইড - পেয়েছে


মনে রাখার ছন্দ: কেউ পড়ে ব্যাথা পেয়েছে...

রসায়ন : Ph নির্ণয়



ক্যালকুলেটর নিষিদ্ধ হওয়ায় ভর্তি পরীক্ষায় অনেক কাজ দেবে বলে আশা করি।
. .005 M H²SO⁴ এর pH কত ?
→ -log (0.005 x 2) [যেহেতু H ২টা ]
→ -log (.01)
→ 2
.
pH এর শর্টকাট ট্রিকঃ
.
যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1 থাকে তবে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত ।
0.01 M ঘনমাত্রার pH এর কত ?
0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে তাই এর pH 2

পর্যায় সারনির কিছু তথ্য



সবচেয়ে হালকা ধাতু: লিথিয়াম (Li)
সবচেয়ে হালকা মৌল: হাইড্রোজেন (H)
সবচেয়ে ভারী ধাতু: অসমিয়াম (Os)
সবচেয়ে মূল্যবান ধাতু: ক্যালিফোর্নিয়াম (Cf)
সবচেয়ে ঘাতসহ ধাতু: সোনা (Au)
সবচেয়ে নমনীয় ধাতু: প্লাটিনাম (Pt)
সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু: টাংস্টেন (W)
সবচেয়ে নিম্ন গলনাংক বিশিষ্ট ধাতু: লেড (Pb)
তরল ধাতু: Fr, Ga,HG,Cs
তরল অধাতু: Br
সবচেয়ে ভারী তরল: Hg
তেজস্ক্রিয় ধাতু: Ba
সবচেয়ে তড়িত্ ধনাত্মক গ্রুপ: IA
সবচেয়ে তড়িত্ ঋনাত্মক গ্রুপ: VIIA
সবচেয়ে তড়িত্ ধনাত্মক মৌল: Fr
সবচেয়ে তড়িত্ ঋনাত্মক মৌল: F


পর্যায় সারনির কিছু তথ্য



সবচেয়ে হালকা ধাতু: লিথিয়াম (Li)
সবচেয়ে হালকা মৌল: হাইড্রোজেন (H)
সবচেয়ে ভারী ধাতু: অসমিয়াম (Os)
সবচেয়ে মূল্যবান ধাতু: ক্যালিফোর্নিয়াম (Cf)
সবচেয়ে ঘাতসহ ধাতু: সোনা (Au)
সবচেয়ে নমনীয় ধাতু: প্লাটিনাম (Pt)
সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু: টাংস্টেন (W)
সবচেয়ে নিম্ন গলনাংক বিশিষ্ট ধাতু: লেড (Pb)
তরল ধাতু: Fr, Ga,HG,Cs
তরল অধাতু: Br
সবচেয়ে ভারী তরল: Hg
তেজস্ক্রিয় ধাতু: Ba
সবচেয়ে তড়িত্ ধনাত্মক গ্রুপ: IA
সবচেয়ে তড়িত্ ঋনাত্মক গ্রুপ: VIIA
সবচেয়ে তড়িত্ ধনাত্মক মৌল: Fr
সবচেয়ে তড়িত্ ঋনাত্মক মৌল: F



জেনে এলাম সানিয়া পাবেই পাবে ।


জেনে = ZnO
এলাম = Al2O3
সানিয়া = SnO2
পাবেই = PbO
পাবে = PbO2





Share: